দিল্লিতে গরু পাচার মামলার বিচারপ্রক্রিয়া? আদালতে আবেদন ইডির

দিল্লিতে গরু পাচার মামলার বিচারপ্রক্রিয়া? আদালতে আবেদন ইডির

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

দিল্লিতে গরু পাচার মামলার বিচারপ্রক্রিয়া? আদালতে আবেদন ইডির , গরু পাচার মামলায় এবার বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করতে চাইছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গরু পাচার মামলায় সিবিআই-এর বিচারপর্বও দিল্লিতে সরাতে চাইছেন তদন্তকারীরা। দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টেই সমান্তরালভাবে এক সঙ্গে চলবে ইডি ও সিবিআই মামলার বিচার। এমন চাইছেন ইডি আধিকারিকরা। আসানসোল বিশেষ সিবিআই আদালতে আবেদন জমা করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সিবিআই-এর গরু পাচার মামলার কেস রেকর্ড-সহ আদালতে থাকা সব নথি দিল্লিতে পাঠানোর আবেদন জমা পড়েছে।

 

 

 

 

 

 

 

 

আগামী ১৯ অগস্ট এই আবেদনের শুনানি। এ রাজ্যে সিবিআই মামলার বিচার চললে, অনুব্রত মণ্ডলকেও এই রাজ্যে এনে বিচার চালানোর আবেদন করা হতে পারে। তাই সেক্ষেত্রে বিচারপ্রক্রিয়া দিল্লিতে সরিয়ে নিতে তৎপর তদন্তকারীরা। বিশেষজ্ঞদের বক্তব্য, অনুব্রতকে দিল্লি থেকে রাজ্যে আনা রুখতেই এই পদক্ষেপ।

 

 

 

 

 

প্রসঙ্গত, কিছুদিন আগেই সিবিআই (CBI)-এর কলকাতা জোনের যুগ্ম অধিকর্তা এন বেণুগোপালকে বদলি করা হয়েছে। কয়লা ও গরু পাচার মামলার তদন্তের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। তবে এই প্রথম বার নয়, এর আগেও কয়লা ও গরু পাচার মামলার দায়িত্বে থানা কলকাতা জোনের যুগ্ম অধিকর্তা পঙ্কজ শ্রীবাস্তবকে বদলি করা হয়। দু বছর পেরিয়ে চলছে গরু পাচার মামলা। এবার জাল গোটাতে চাইছেন তদন্তকারীরাও। তাই বেশ কিছু সিদ্ধান্ত নেওয়ার পথে তাঁরা।

 

 

 

 

আরও পড়ুন –  তৃণমূলে থাকার সময়ে তাঁর কারণেই দল লোকসভা নির্বাচনে কাঁথি ও তমলুক আসনে…

 

 

 

 

 

উল্লেখ্য, গরু পাচার মামলায় গত বছরের অগস্টে তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাঁকে দিল্লি নিয়ে যেতেও বেশ কাঠখড় পোড়াতে হয় তদন্তকারীদের। বর্তমানে তিনি তিহাড় জেলে রয়েছে। জামিন পাওয়ার জন্য চালাচ্ছেন আইনি-লড়াই। আর আইনের মারপ্যাঁচে তা আটকানোর চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীদের আইনজীবী।

(সব খবর , ঠিক খবর, প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube )

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top