Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
স্পেশ্যাল ইনভেস্টিগেশন ইউনিট বন্ধ করল CBI

ভোট পরবর্তী হিংসা মামলায় গঠিত স্পেশ্যাল ইনভেস্টিগেশন ইউনিট বন্ধ করল CBI

ভোট পরবর্তী হিংসা মামলায় গঠিত স্পেশ্যাল ইনভেস্টিগেশন ইউনিট বন্ধ করল CBI

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

ভোট পরবর্তী হিংসা মামলায় গঠিত স্পেশ্যাল ইনভেস্টিগেশন ইউনিট বন্ধ করল CBI ,নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam) যেখানে তদন্তের গতি বাড়াচ্ছে সিবিআই (CBI) সেই সময়ই ভোট পরবর্তী হিংসা মামলায় গঠিত স্পেশ্যাল ইনভেস্টিগেশন ইউনিট বন্ধ করল সিবিআই। সূত্রের খবর, রাজ্যজুড়ে ভোট পরবর্তী হিংসার তদন্তে গঠিত এরকম চারটি ইউনিট বন্ধ করে দেওয়া হয়েছে। ৪ টি ইউনিটে থাকা মামলাগুলিকে কলকাতায় স্পেশাল ক্রাইম ব্রাঞ্চে সরানো হয়েছে বলে খবর। পাশাপাশি ওই ইউনিটের দায়িত্বে থাকা অফিসারদের তাঁদের পুরনো জায়গায় ফিরিয়ে নেওয়া হয়েছে বলে খবর। বর্তমানে দুর্নীতি সংক্রান্ত মামলা, গরু পাচার ও কয়লা পাচার মামলা, বগটুই কাণ্ড, ভোট পরবর্তী হিংসা মামলা-সহ একাধিক গুরুত্বপূর্ণ মামলার তদন্তভার রয়েছে সিবিআইয়ের হাতে।

 

 

 

 

 

আদালতের ভৎর্সনার মুখেও পড়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এরইমধ্যে শোনা গিয়েছিল ভিনরাজ্য় থেকে ডেপুটেশনে অতিরিক্ত অফিসার আনা হচ্ছে এ রাজ্যে। তালিকায় রয়েছেন সিবিআইয়ের ১০০ এর বেশি উচ্চপদস্থ আধিকারিক। দুর্নীতি সংক্রান্ত মামলা (এসএসসি ও প্রাথমিক নিয়োগ), গরু পাচার ও কয়লা পাচার মামলা, বগটুই কাণ্ড, ভোট পরবর্তী হিংসা মামলা-সহ একাধিক গুরুত্বপূর্ণ মামলার তদন্তভার রয়েছে সিবিআইয়ের (CBI) হাতে। তবে এরইমধ্যে ভোট পরবর্তী হিংসা মামলায় গঠিত স্পেশ্যাল ইনভেস্টিগেশন ইউনিট বন্ধ হওয়ায় তা নিয়ে নতুন করে শোরগোল শুরু হয়ে গিয়েছে নানা মহলে।

 

 

 

 

আরও পড়ুন –   ‘অভিষেকের মাধ্যমে মমতাকে রোখা যাবে না’, CBI তলব নিয়ে সোচ্চার মমতা

 

 

 

 

এদিকে একাধিক গুরুত্বপূর্ণ মামলার চাপ রয়েছে কলকাতার স্পেশাল ক্রাইম ব্রাঞ্চে। তারই মাঝে ভোট পরবর্তী হিংসা মামলাগুলি চলে আসায় চাপ আরো বাড়লো বলেই মনে করা হচ্ছে। সিবিআই (CBI) সূত্রে খবর, জেলায় ছড়িয়ে থাকা ভোট পরবর্তী হিংসা মামলার বেশিরভাগই অভিযুক্তই এখনও গ্রেফতার হয়নি। তার মাঝে এরকম সিদ্ধান্তের জেরে সেই মামলাগুলিতে প্রভাব পড়বে বলেই মনে করছেন অফিসারদের একাংশ। এদিকে নিয়োগ কেলেঙ্কারি থেকে ভোট পরবর্তী হিংসা মামলা, একাধিক বিষয়ে তদন্ত করছে সিবিআই। কিন্তু, তদন্তে কেন গতি আসছে না বারবার সেই প্রশ্ন করতে দেখা গিয়েছে আদালতকে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top