এবার তদন্তকারীদের নজরে বেআইনিভাবে চাকরি পাওয়া শিক্ষকরা?প্রাথমিক শিক্ষকদের বয়ান রেকর্ড CBI-এর, নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে একের পর এক চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন তদন্তকারীরা।এবার এই মামলায় জট ছাড়াতে নয়া উদ্যোগ।২০১৪ সালে যাঁরা TET পাশ করেননি কিন্তু চাকরি করছেন তাঁদের নামের তালিকা খতিয়ে দেখছে CBI।ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জেলা থেকে একটি তালিকা CBI দফতরে এসে পৌঁছেছে।তাঁদের জিজ্ঞাসাবাদ করলে এই মামলায় নতুন মোড় আসবে বলে মনে করা হচ্ছে।
এই শিক্ষকদের চাকরি পাওয়ার ক্ষেত্রে কোনও মিডল ম্যানের হাত ছিল কিনা,খতিয়ে দেখা হচ্ছে সেই বিষয়টিও।প্রসঙ্গত,২০১৪ সালে TET বিজ্ঞপ্তির উপর ভিত্তি করে ২০১৬ সালে যাঁরা চাকরি পেয়েছিলেন তাঁদের নিয়োগ নিয়ে একাধিকবার অভিযোগ উঠেছে। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছে হুগলির বহিষ্কৃত নেতা কুন্তল ঘোষ,তাপস মণ্ডল।
SSC এবং TET দুই নিয়োগ দুর্নীতি মামলার প্রেক্ষিতেই তদন্ত করছে CBI এবং ED।SSC নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছিল রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। একইসঙ্গে নাম উঠে আসে মডেল তথা অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়েরও।তাঁর টালিগঞ্জ এবং বেলঘরিয়ার ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে কোটি কোটি টাকা উদ্ধার করেছিলেন তদন্তকারীরা।এরপর তাঁকে গ্রেফতার করা হয়।আপাতত পার্থ এবং অর্পিতা দুই জনেই সংশোধনাগারে রয়েছেন।মামলাটি আদালতে বিচারাধীন।প্রতিদিন নিয়োগ দুর্নীতি মামলায় নতুন নতুন তথ্য উঠে আসছে।অন্যদিকে, নিয়ম বহির্ভূতভাবে চাকরি পাওয়ায় আদালতের নির্দেশে কাজ হারিয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারী।এই ঘটনায় কার্যত শোরগোল পড়ে গিয়েছিল রাজ্যজুড়ে।
জানা গিয়েছে,২০১৪ সালের TET অনুতীর্ণ যাঁরা কিন্তু তা সত্ত্বেও সরকারি চাকরি করছেন,তাঁদের উপর নজর তদন্তকারীদের।এর আগে আদালত নিয়ম বহির্ভূতভাবে চাকরি পাওয়া শিক্ষকদের জিজ্ঞাসাবাদ করার পরামর্শ দিয়েছিল।এবার সেই পরামর্শ মোতাবেক এই সমস্ত শিক্ষকদের বয়ান রেকর্ড করা শুরু করেছে CBI।
আরও পড়ুন – মুখ্যমন্ত্রীর উপদেষ্টার নতুন দায়িত্ব! কী দায়িত্ব পেলেন আলাপন বন্দ্যোপাধ্যায়? হঠাৎ কেন এই…
আরও জানা গিয়েছে,মূলত যে প্রশ্নটি তদন্তকারীরা করতে চলেছেন তা হল TET পাশ না করেও কী ভাবে চাকরি করছেন তাঁরা?কী ভাবে পেলেন নিয়োগপত্র?জানা গিয়েছে,এই শিক্ষকদের বয়ান রেকর্ডও শুরু হয়েছে।সূত্রের খবর,কয়েকটি জেলা যেমন কলকাতা,উত্তর ২৪ পরগনা,মুর্শিদাবাদ,বীরভূমের শিক্ষকদের বয়ান রেকর্ড করা হয়েছে ইতিমধ্যেই।এরপর অন্যান্য জেলার বাসিন্দাদের বয়ানও রেকর্ড করা হতে পারে।