অভিষেকের হুগলির সফরের মধ্যেই অয়ন শীল বাড়ি,ফ্ল্যাট সহ একাধিক সংস্থায় তল্লাশিতে সিবিআই।পুরসভায় নিয়োগ দুর্নীতিতে গোটা রাজ্যজুড়ে তল্লাশিতে CBI।সল্টলেকের নগরোন্নয়ন ভবনের পাশাপাশি রাজ্যের ১৪টি পুরসভার তালিকা তৈরি করে তল্লাশি অভিযানে নেমেছে ১৬ CBI দল।হুগলিতেও চলছে CBI তল্লাশি।শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ধৃত প্রোমোটার অয়নের এবিএস ইনফোজোনের অফিসে হানা দেন CBI আধিকারিকরা।তাৎপর্যপূর্ণভাবে ‘নবজোয়ার যাত্রা’ নিয়ে হুগলিতে রয়েছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। CBI তৎপরতা বিশেষ ইঙ্গিতপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ
বুধবার ফের সিবিআই তল্লাশি চালাচ্ছে কেন,তা নিয়ে প্রশ্ন উঠছে।আদালতের নির্দেশে এফআইআর দায়ের করে পুরসভায় নিয়োগ নিয়ে তদন্ত শুরু করেছে CBI।তবে তদন্তকারী আধিকারিকদের দাবি,অয়নের এই চুঁচুড়ার অফিসই হল নিয়োগ দুর্নীতির আঁতুড়ঘর।সেখান থেকে আরও তথ্য উদ্ধারের জন্যই অভিযান বলে মনে করা হচ্ছে।এখন অয়নের ফ্ল্যাট থেকে নতুন কোনও তথ্য পাওয়া যায় কি না,সেটাই এখন দেখার।
অন্যদিকে নিয়োগ দুর্নীতির তদন্ত শুরু হওয়ার পর থেকেই সংবাদ শিরোনামে উঠে এসেছিল হুগলির বলাগড়।বহিষ্কৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষ ও শান্তনু বন্দ্যোপাধ্যায় বিচরণ ছিল এই বলাগড়েই। সেখানে শান্তনুর বিপুল পরিমাণ সম্পত্তির হদিশ পেয়েছিল ED। সেই বলাগড়েই আজ সভা রয়েছে অভিষেকের।তারমধ্যে হুগলিতে CBI এই তৎপরতায় মধ্যে বিশেষ তাৎপর্য দেখতে পাচ্ছেন অনেকে।
চুঁচুড়া জগুদাসপাড়ায় অয়ন শীলের আবাসনে চলছে সিবিআই তল্লাশি,এখানেই ছিল তাঁর অফিস।কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে দুটি গাড়িতে করে চার পাঁচ জনের সিবিআই আধিকারীকদের একটি দল সকাল দশটা নাগাদ অয়নের ফ্ল্যাটে ঢোকেন।সদর দরজার তালা খুলে তারা ভেতরে প্রবেশ করেন অফিসাররা।কী কারণে ফের অয়নের ফ্ল্যাটে সিবিআই হানা,তা এখনও স্পষ্ট নয়।
সূত্রের খবর,আগেই শিক্ষক নিয়োগ দুর্নীতি ও পুরসভার দুর্নীতিতে নাম জড়িয়েছে অয়নের।সেই দুর্নীতির তথ্য নিতেই এই অভিযান বলে মনে করা হচ্ছে।গত ১৮ই মার্চ অয়নের ফ্ল্যাটে তল্লাশি চালান ইডি আধিকারিকরা।দরজার তালা বন্ধ থাকার কারণে এক চাবিওয়ালাকেও ডাকা হয়।
আরও পড়ুন-রাজ্যের বেশ কয়েকটি পুরসভায় সিবিআই হানা, সল্টলেকে পুর দফতরেও অভিযান তদন্তকারীদের
অয়নকে১১ ঘণ্টা জেরার পর তাঁর সল্টলেকের অফিসে নিয়ে যাওয়া হয়।সেখান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করে ইডি।১৯ মার্চ নিয়োগ দুর্নীতি মামলায় অয়নকে গ্রেফতার করে ইডি।অয়নের সল্টলেকের অফিসেই পুরসভায় নিয়োগ দুর্নীতির নথি হাতে আসে ইডির