আইন ভাঙায় CBI-কে তুলোধনা করেছিলেন বিধানসভার স্পিকার, কি জবাব দিলেন গোয়েন্দা সংস্থা? নিয়ম অনুযায়ী কোনও বিধায়ককে গ্রেফতার করতে হলে, সেই বিষয়টি ২৪ ঘণ্টার মধ্যে বিধানসভায় জানাতে হয়। কিন্তু তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার (MLA Jiban Krishna Saha) গ্রেফতারির সময় সেই বিষয়টি বিধানসভাকে (West Bengal Assembly) জানায়নি সিবিআই (CBI)। আর এতেই ভীষণ অসন্তুষ্ট বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। স্পিকার বলেছিলেন, এভাবে বিধানসভাকে না জানিয়ে কোনও বিধায়ককে গ্রেফতার করা বেআইনি। সিবিআইকে এই অসন্তোষের কথা জানিয়ে চিঠিও লিখেছিলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্য়ায়। এবার সেই চিঠির জবাব বিধানসভাকে পাঠাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বিধানসভা সূত্রে খবর, জবাবি চিঠিতে জানানো হয়েছে, বিধানসভা এবং অধ্যক্ষের প্রতি তারা যথেষ্ট শ্রদ্ধাশীল। স্পিকার বা বিধানসভাকে ছোট করার কোনও উদ্দেশ্য তাদের নেই। এই ভাবেই নিজেদের জবাব বিধানসভায় পাঠাল সিবিআই।
সব কথা জানিয়ে সিবিআইয়ের ডিআইজিকে চিঠি লিখেছিলেন বিধানসভার অধ্যক্ষ। সেই চিঠির প্রেক্ষিতে এবার জবাবি চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যা বৃহস্পতিবার বিধানসভার স্পিকারের কাছে এসে পৌঁছেছে বলে জানা যাচ্ছে। বিধানসভা সূত্রে খবর, সেই চিঠিতে সিবিআইয়ের তরফে বলা হয়েছে, আগামী দিনে এইসব ক্ষেত্রে তারা অনেক বেশি সচেতন থাকবে।
আরও পড়ুন – পুকুর জল ছেঁচে পাওয়া জীবনের সেই মোবাইল পাঠানো হল ফরেনসিক ল্যাবে
সূত্র মারফত জানা যাচ্ছে সিবিআইয়ের তরফে জবাবি চিঠিতে আরও বলা হয়েছে, আগামী দিনে কোনও গ্রেফতারি নিয়ে তথ্য জানানোর ক্ষেত্রে যাতে বিধানসভার মর্যাদা হানিকর কিছু না ঘটে, সে বিষয়টির উপর বিশেষ নজর রাখা হবে। বিধানসভা সূত্রে খবর, প্রত্যুত্তরে বিধানসভা কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী দিনে তারা (সিবিআই) যেন এই বিষয়ে সতর্ক থাকে। প্রসঙ্গত, জীবনকৃষ্ণ সাহা গ্রেফতারের অনেকটা সময় পরে বিধানসভাকে জানানো হয়েছিল। কেন দেরিতে জানানো হয়েছিল? এতে বিধানসভার অপমান হয়েছে বলেও ক্ষোভ প্রকাশ করেছিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।