Central যথাযথভাবে স্বাধীনতা দিবস পালন করছে না, তোপ জ্যোতিপ্রিয়র

Central যথাযথভাবে স্বাধীনতা দিবস পালন করছে না, তোপ জ্যোতিপ্রিয়র

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
স্বাধীনতা দিবস
কেন্দ্র যথাযথভাবে স্বাধীনতা দিবস পালন করছে না, তোপ জ্যোতিপ্রিয়র
ছবি সংগ্রহ ;সাইন টিভি

দেশের  ৭৫ তম স্বাধীনতা দিবস যেভাবে পালন করার দরকার ছিল সেইভাবে পালন করেনি কেন্দ্র সরকার। কেন্দ্রীয় সরকার ( Central )  যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস পালন করছে না। সেখানে দাঁড়িয়ে আমরা রাজ্যের পক্ষ থেকে এই দিনটি বিশেষ ভাবে পালন করছি। স্বাধীনতা দিবস উপলক্ষ্যে রাজ্য সরকারের তরফে এদিন দিনভর নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নানা সামাজিক কর্মকান্ডের মাধ্যমে আমরা স্বাধীনতা দিবস পালন করছি।

 

১৫ আগষ্ট ভারতের ৭৫ তম স্বাধীনতার সকালে এভাবেই কেন্দ্রীয় ( Central ) সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। স্বাধীনতা দিবস উপলক্ষ্যে  রবিবার সকাল থেকেই উত্তর ২৪ পরগনা জেলার হাবড়া বিধানসভা এলাকায় একাধিক স্থানের  ফুটবল খেলা অনুষ্ঠান, রাজ্য সরকারের দেওয়া প্রতিটি ক্লাবে ফুটবল বিতরন অনুষ্ঠানে এসে এভাবেই বিজেপিকে আক্রমণ করে রাজ্য সরকারের নানা কর্মকান্ডের কথCentral তুলে ধরলেন হাবড়ার  বিধায়ক তথা রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

 

আর ওপড়ুন  ২০২০ সালে বছরের সেরা কাঙ্ক্ষিত নারীর তকমা পেলেন রিয়া (Riya)

 

তিনি স্বাধীনতা দিবস উপলক্ষ্যে হাবড়া এলাকায় একাধিক কর্মসূচীতে অংশ গ্রহণ করেন।  তিনি বলেন, আমরা  প্রতিটি এলাকার  ক্লাবে পতাকা উত্তোলনের পাশাপাশি  হাসপাতালে ফল বিতরন থেকে শুরু করে বস্ত্র বিতরন, পাড়ায় প্রতিটি ক্লাবে ফুটবল বিতরন করছিস্বাধীনতা দিবস উপলক্ষ্যে। জ্যোতিপ্রিয় এদিন দাবি করেন,  ২০২৩ সালে ত্রিপুরা আমরাই দখল করবো। বাংলার পর এবার আমাদের ত্রিপুরা জয় কেউ আটকাতে পারবে না।

 

তিনি বিজেপিকে আক্রমণ করে বলেন,  বিজেপির সব নেতারা মিথ্যা কথা বলে। যদি বিজেপির কোন সমর্থক মারা যান তাহলে ওরা দোষ দেন আমাদের উপর। আর যদি  আমাদের কোন সমর্থক মারা যান তাহলে ওরা বলে এটা নাকি আমাদের গোষ্ঠীদ্বন্দ্ব। এই রাজ্যের বিজেপি নেতারা নানাভাবে মিথ্যা কথা বলে রাজ্য সরকারের বদনাম করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে  বিজেপির ওইসব নেতাদের মিথ্যাকথা আমাদের রাজ্যের মানুষ আর বিশ্বাস করেন না। সেটা একুশের বিধানসভা নির্বাচনে বাংলার মানুষ প্রমাণ করে দিয়েছেন।

 

উল্লেখ্য,    স্বাধীনতা দিবস উপলক্ষ্যে  রবিবার সকাল থেকেই উত্তর ২৪ পরগনা জেলার হাবড়া বিধানসভা এলাকায় একাধিক স্থানের  ফুটবল খেলা অনুষ্ঠান, রাজ্য সরকারের দেওয়া প্রতিটি ক্লাবে ফুটবল বিতরন অনুষ্ঠানে এসে এভাবেই বিজেপিকে আক্রমণ করে রাজ্য সরকারের নানা কর্মকান্ডের কথা তুলে ধরলেন হাবড়ার  বিধায়ক তথা রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top