Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 129
দিল্লি AIIMS হাসপাতালে সরকারি কর্মীদের চিকিৎসা ক্যাশলেস।

কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর, দিল্লি AIIMS হাসপাতালে সরকারি কর্মীদের চিকিৎসা ক্যাশলেস

কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর, দিল্লি AIIMS হাসপাতালে সরকারি কর্মীদের চিকিৎসা ক্যাশলেস

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর, দিল্লি AIIMS হাসপাতালে সরকারি কর্মীদের চিকিৎসা ক্যাশলেস। কেন্দ্রীয় সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর। এবার দিল্লি AIIMS হাসপাতালে বিনামূল্যে চিকিৎসার সুযোগ পাবেন তাঁরা। সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিম (CGHS)-এর আওতায় থাকলেও দেশের অন্যতম সেরা চিকিৎসার ঠিকানা দিল্লি AIIMS-এ এতদিন পর্যন্ত সরকারি কর্মীরা কেবলমাত্র রিএমবার্সমেন্টের সুযোগ পেতেন। তবে এবার চিকিৎসা হবে সম্পূর্ণ ক্যাশলেস। কেবলমাত্র দিল্লি AIIMS-ই নয় পাশাপাশি চণ্ডীগড় PGIMER এবং পুদুচেরীর JIPMER-এও বিনামূল্যে চিকিৎসার সুযোগ পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। ইতিমধ্যেই এই মর্মে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে তিন হাসপাতাল এবং কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের মধ্যে। কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণের উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে মঙ্গলবার।

 

 

 

 

 

OPD এবং ইনডোর চিকিৎসা পরিষেবা উভয়ের ক্ষেত্রেই AIIMS-New Delhi, PGIMER-Chandigarh and JIPMER-Puducherry-তে ক্যাশলেন পরিষেবা পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। এই হাসপাতালে চিকিৎসার পর ডাক্তারদের প্রেসক্রাইব করা ওষুধও CGHS ডিসপেনসরি থেকে বিনামূল্যেই পেয়ে যাবেন সরকারি কর্মীরা। রেফার রোগের হাত থেকে রেহাই পাবেন তাঁরা।

 

 

 

 

কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ বলেন, “দিল্লি AIIMS, PGIMER চণ্ডীগড় এবং JIPMER পুদুচেরীর সঙ্গে আমরা একটি চুক্তি করেছি। এবার থেকে এই তিন হাসপাতালে কেন্দ্রীয় সরকারের CGHS পরিষেবার আওতায় থাকা কর্মীরা বিনামূল্যে চিকিৎসার সুযোগ পাবেন। চিকিৎসার সময় বিপুল পরিমাণ টাকা খরচ এবং তারপর রিএমবার্সমেন্টের জন্য একগুচ্ছ কাগজ জমা করার ভোগান্তি থেকে রেহাই পাবেন সরকারি কর্মীরা।” ফলে এবার থেকে এমারজেন্সির সময়ও কোনওরকম দুর্ভোগ ছাড়াই সরাসরি হাসপাতালে ভর্তি হওয়ার সুযোগ পাবেন তাঁরা। প্রয়োজনীয় চিকিৎসা শুরু হওয়ার আগে CGHS পরিষেবার আওতায় থাকা সরকারি কর্মীদের লালফিতের ফাঁস থেকে মুক্তি দেবে। দ্রুত চিকিৎসা শুরুর পথে আর কোনও বাধা থাকবে না। দিল্লি AIIMS হাসপাতালে ভর্তি এখন আরও সরলীকরণ হল বলেই মনে করা হচ্ছে।

 

 

 

 

 

CGHS-এর আওতায় থাকা কেন্দ্রীয় সরকারি কর্মী এবং অবসরপ্রাপ্ত কর্মীরা বিনামূল্যে চিকিৎসা এবং ওষুধপত্র পান। তবে এমপ্যানেলড হাসপাতাল ছাড়া অন্যত্র প্রথমটায় ট্যাঁকের কড়ি খরচ করেই ভর্তি হতে হয়। পরবর্তীতে তা রিএমবার্সমেন্ট হয়। কিন্তু, এবার থেকে সেই ঝঞ্ঝাট মিটতে চলেছে দিল্লি AIIMS সহ তিন প্রথম সারির হাসপাতালে।

 

আরও পড়ুন –

 

 

কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব আরও জানিয়েছেন, CGHS-এর আওতায় এমপ্যানেলড হাসপাতালের সংখ্য়া আগামীদিনে আরও বাড়ানো হবে। কাগজ কলমের দীর্ঘমেয়াদী ঝঞ্ঝাট এড়িয়ে এবার হাসপাতালে ভর্তি হওয়া আরও সহজ করা হবে বলেও আশ্বস্ত করেন তিনি।বিশেষ বিশেষ চিকিৎসার ক্ষেত্রে CGHS-এর তালিকাভুক্ত হাসপাতালগুলিতে চিকিৎসার খরচের পরিমাণও কমানো হয়েছে বলে জানান কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top