‘CENTRAL JAIL’ নয় হবে কেন্দ্রীয় সংশোধনাগার!কেন্দ্রীয় সংশোধনাগারে গেটের নাম পরিবর্তন! যেখানে সর্বোচ্চ আদালত খোদ বলেছে সংশোধনাগার সেখানে সেন্ট্রাল জেল লিখে বিতর্ক মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগার। প্রসঙ্গ ক্রমে বলা যায় মেদিনীপুর রয়েছে একটি কেন্দ্রীয় সংশোধনাগার। যদিও সর্বোচ্চ আদালত এখন কয়েদিদের জেলে না পাঠিয়ে বরং সংশোধনাগারে সংশোধন করার জন্যই পাঠানো হয়।
বিচার ব্যবস্থা মনে করে প্রতিটা মানুষকে তার সংশোধনের জায়গা দেওয়া উচিত। তাই কোন বিজ্ঞপ্তি না বরং পুরনো নিয়ম-কানুন বলবৎ এবং আরো কঠোর হয়েছে সর্বোচ্চ বিচারালয়। এখন আর জেল কথাটাই ব্যবহার করা হয় না কোথাও। সব জায়গায় সেই ‘জেল ‘লেখার পরিবর্তে সংশোধনাগার লেখা থাকে। কিন্তু মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারে দেখা গেল ভিন্ন রূপ। মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারে যেখানে কয়েক শতাধিক কয়েদি রয়েছে সেখানে ঢোকার মুখে গেটেই লেখা রয়েছে মেদিনীপুর সেন্ট্রাল জেল।
আর তা ঘিরেই শুরু হয়েছে বিতর্ক। কেন এখনোও জেল কথাটা ব্যবহার করা হচ্ছে? কেনই বা কর্তৃপক্ষ Jail নাম পরিবর্তন করে সংশোধনাগার লিখছে না উঠছে একাধিক এবং হাজারো প্রশ্ন শহরও জেলা জুড়ে। যদিও মূলবিল্ডিং এর প্রবেশদ্বার মুখে লেখা রয়েছে মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগার অথচ ঢোকার গ্রিলগেটে কেন সেন্ট্রাল জেল এই বিতর্ক সৃষ্টি হয়েছে জেলা জুড়ে।মেদিনীপুরের আইনজীবী থেকে সাধারণ মানুষ এবং রাজনৈতিক ব্যক্তিরাও চাইছেন এই দৃষ্টিকটু ব্যাপারটা মুছে বরং কেন্দ্রীয় সংশোধনাগার লিখে দিক কর্তৃপক্ষ।
আরও পড়ুন – ট্রেনে কাটা পরে দুই ছাত্রীর মৃত্যুতে শোকের ছায়া ধুম ডাঙ্গী এলাকায়
উল্লেখ্য, যেখানে সর্বোচ্চ আদালত খোদ বলেছে সংশোধনাগার সেখানে সেন্ট্রাল জেল লিখে বিতর্ক মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগার। প্রসঙ্গ ক্রমে বলা যায় মেদিনীপুর রয়েছে একটি কেন্দ্রীয় সংশোধনাগার।যদিও সর্বোচ্চ আদালত এখন কয়েদিদের জেলে না পাঠিয়ে বরং সংশোধনাগারে সংশোধন করার জন্যই পাঠানো হয়। বিচার ব্যবস্থা মনে করে প্রতিটা মানুষকে তার সংশোধনের জায়গা দেওয়া উচিত। তাই কোন বিজ্ঞপ্তি না বরং পুরনো নিয়ম-কানুন বলবৎ এবং আরো কঠোর হয়েছে সর্বোচ্চ বিচারালয়। এখন আর জেল কথাটাই ব্যবহার করা হয় না কোথাও। সব জায়গায় সেই ‘জেল ‘লেখার পরিবর্তে সংশোধনাগার লেখা থাকে। কিন্তু মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারে দেখা গেল ভিন্ন রূপ। CENTRAL JAIL