কেন্দ্রীয় জওয়ানের বিরুদ্ধে বিস্ফোরক অখিল গিরি, ভগবানপুরে বিজেপির (BJP) মিছিলে তুলকালাম। প্রতিবাদ মিছিলে বোমাবাজির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। হামলায় আক্রান্ত বেশ কয়েকজন বিজেপি কর্মী। যদিও হামলার অভিযোগ অস্বীকার তৃণমূলের। উল্টে মিছিল থেকে বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ এনেছে ঘাসফুল শিবির। মিছিলে গুলি চলার অভিযোগও করা হয়েছে তৃণমূলের (Trinamool Congress) তরফে। গুলি চালিয়েছেন বিজেপি বিধায়কের নিরাপত্তা রক্ষী। এমনটাই দাবি করেছেন রামনগরের বিধায়ক অখিল গিরি (Akhil Giri)। গুলিবিদ্ধ এক তৃণমূল কর্মী। টুইট তৃণমূল মুখমাত্র কুণাল ঘোষের।
আহত তৃণমূল কর্মীর নাম বিমল কৃষ্ণ দাস। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাঁকে মুগবেড়িয়া ব্লক স্বাস্থ্য কেন্দ্র ও পরে তমলুক মেডিক্যাল কলেজে হাসপাতালে পাঠানো হয়। মন্ত্রী অখিল গিরির অভিযোগ কেন্দ্রীয় বাহিনী জেলা জুড়ে তাণ্ডব চালাচ্ছে। উস্কানি দিচ্ছে বিজেপি। তারই প্রতিফলন দেখতে পাওয়া যাচ্ছে এই সব ঘটনায়। এ ঘটনার তীব্র নিন্দাও করেছেন তিনি। টুইটে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন কুণাল ঘোষ। তিনি লিখেছেন, “ভগবানপুরে বিজেপির মিছিল থেকে হামলা। আক্রান্ত তৃণমূলের কর্মীরা। কেন্দ্রীয় বাহিনীর আড়াল থেকে বোমা, ইট মারে বিজেপি। তৃণমূল কর্মীরা বাধা দিলে গুলি চালায় কেন্দ্রীয় বাহিনী। গুলিবিদ্ধ হন তৃণমূল কর্মী।”
https://twitter.com/KunalGhoshAgain/status/1659203530769719297?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1659203530769719297%7Ctwgr%5E545573c02d55c2b49f51e7441713dff07969580d%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Ftv9bangla.com%2Fwest-bengal%2Fpurba-medinipur%2Fcentral-jawan-accused-of-firing-at-trinamool-worker-from-bjp-rally-in-purba-medinipur-818407.html
পাল্টা তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়ে বিজেপি নেতা অসীম মিশ্র বলেন, “বিজেপির শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিলে পুলিশের সামনেই বোমা-বন্দুর নিয়ে চারদিক থেকে হামলা করেছে তৃণমূল। আসলে গোটা এলাকাকে অবরুদ্ধ করে রেখেছে ওরা। সেই সন্ত্রাসের বিভৎস চেহারা আজ দেখা গেল। আমাদের বিধায়ক-সহ বহু কার্যকর্তা আহত হয়েছেন।”
আরও পড়ুন- ভগবানপুরে বিজেপির মিছিলে বোমাবাজি, শূন্যে গুলির শব্দ
আশঙ্কাজনক অবস্থায় এক তৃণমূল কর্মী তমলুক হাসপাতালে ভর্তি বলে সূত্রের খবর। এ ঘটনার পরই তড়িঘড়ি বৈঠকে বসেছে জেলা তৃণমূল নেতৃত্ব। বড়সড় আন্দোলনেরও প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে খবর। প্রসঙ্গত, এগরার খাদিকুলে বিস্ফোরণ কাণ্ডে ইতিমধ্যেই এনআইএ তদন্তের দাবি করেছে পদ্ম শিবির। সেই দাবিকে সামনে রেখেই এদিন ভগবানপুরে প্রতিবাদ মিছিলের ডাক দেয় বিজেপি। এই মিছিলেই বোমাবাজি ও গুলি চালানোর অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে৷ মিছিলের বিধায়ক উপস্থিতিতে বোমাবাজি ও গুলি চালানোর ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। ওপর দিকে বিজেপি তৃণমূল এই খণ্ডযুদ্ধের মাঝেই ভগবানপুরের বিধায়ক রবীন্দ্রনাথ মাইতির দেহরক্ষীর দায়িত্বে থাকা কেন্দ্রীয় জওয়ান তৃণমূল কর্মীদের লক্ষ্য করে পর পর কয়েক রাউন্ড গুলি ছোঁড়েন বলে অভিযোগ তৃণমূলের জেলা নেতৃত্বের।