Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
দিনে বিদ্যুৎ খরচের ক্ষেত্রে ২০ শতাংশ কম দিতে হবে মাশুল,

বড় ঘোষণা কেন্দ্রের , দিনে বিদ্যুৎ খরচের ক্ষেত্রে ২০ শতাংশ কম দিতে হবে মাশুল,

বড় ঘোষণা কেন্দ্রের , দিনে বিদ্যুৎ খরচের ক্ষেত্রে ২০ শতাংশ কম দিতে হবে মাশুল,

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

বড় ঘোষণা কেন্দ্রের , দিনে বিদ্যুৎ খরচের ক্ষেত্রে ২০ শতাংশ কম দিতে হবে মাশুল, গ্রীষ্মকালে চরমে পৌঁছেছিল বিদ্যুতের চাহিদা। একটানা এসি, কুলার চালানো ও যথেচ্ছ বিদ্যুৎ খরচের কারণে ঘনঘন লোডশেডিংও নিত্যসঙ্গী হয়ে উঠেছিল। তবে চিন্তার আর কারণ নেই। এবার বদলে যাচ্ছে বিদ্যুৎ পরিষেবার (Electricity) নিয়ম। বিদ্যুৎ সঙ্কট মেটাতেই বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় শক্তি মন্ত্রক (Power Ministry)। কেন্দ্রের তরফে আনা হচ্ছে নতুন বিদ্যুৎ পরিষেবার নিয়ম, এবার থেকে দিনে খরচ হওয়া বিদ্যুতের ক্ষেত্রে ২০ শতাংশ কম ট্যারিফ (Tarrif) বা মাশুল লাগবে। অর্থাৎ দিনের বেলায় যত ইউনিট বিদ্যুৎ খরচ হবে, তার সাপেক্ষে যত টাকা বিল হয়, তার থেকে ২০ শতাংশ কম খরচ লাগবে। অন্যদিকে, গভীর রাতে বিদ্যুৎ খরচের ক্ষেত্রে ২০ শতাংশ অবধি বেশি মাশুল দিতে হতে পারে। শুক্রবার কেন্দ্রীয় শক্তি মন্ত্রকের তরফে এই ঘোষণাই করা হল। পুনর্নবীকরণ শক্তির ব্যবহার বাড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

 

 

 

 

 

 

জানা গিয়েছে, বিগত কয়েক বছর ধরেই গ্রীষ্মকালে বিদ্যুতের যে ব্যাপক চাহিদা বাড়ছে এবং তার জেরে বিদ্যুতের গ্রিডগুলির উপরে যে চাপ পড়ছে, তা কমানোর লক্ষ্যেই শক্তি মন্ত্রকের তরফে বিদ্যুৎ পরিষেবার নিয়মে বদল আনা হচ্ছে। আগামী ২০২৪ সালের এপ্রিল মাস থেকে এই নিয়ম চালু হবে। বাণিজ্যিক গ্রাহক ও শিল্পাঞ্চলগুলির জন্যই প্রাথমিক স্তরে এই নিয়ম চালু করা হবে। এর এক বছরের মধ্যে কৃষিক্ষেত্র ছাড়া বাকি সমস্ত গ্রাহকদের জন্যই এই নিয়ম কার্যকর করা হবে।

 

 

 

 

এ দিন কেন্দ্রীয় মন্ত্রী আরকে সিং একটি বিবৃতি জারি করে বলেন, “যেহেতু সৌর বিদ্য়ুৎ বা সোলার পাওয়ার সস্তা, তাই দিনের বেলয়, যে সময়ে সূর্যালোক থাকে, সেই সময় বিদ্যুতের মাশুল কম থাকবে। এতে গ্রাহকরাই উপকৃত হবে। নন-সোলার আওয়ার অর্থাৎ রাতে গ্যাস থেকে তৈরি বিদ্য়ুৎ ছাড়াও তাপবিদ্যুৎ ও জলবিদ্যু ব্যবহার করা হবে। এই বিদ্য়ুতের খরচ সৌরশক্তির তুলনায় বেশি। তাই রাতের মাশুলেও এর প্রভাব পড়বে। সেই সময়ে বিদ্য়ুৎ খরচের জন্য় অতিরিক্ত টাকা খরচ করতে হবে।”

 

 

 

২০৩০ সালের মধ্য়ে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে, মোট শক্তির ৬৫ শতাংশই অ-জীবাশ্ম জ্বালানি থেকে উৎপাদন এবং ২০৭০ সালের মধ্যে ‘শূন্য নির্গমন’ বা ‘জিরো এমিশনে’র যে লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে, তা পূরণ করতে কেন্দ্রের এই সিদ্ধান্ত বিশেষ সাহায্য করবে।

 

 

আরও পড়ুন –  গাড়ি থামিয়ে গোরু বোঝাই পিকআপ ভ্যান আটকালেন অগ্নিমিত্রা

 

 

 

এই গ্রীষ্মে যেভাবে গোটা দেশ কাহিল হয়েছে, তাতে বহু গৃহস্থ বাড়িতেই ঘরে ঢুকেই প্রথমে এসি চালানো অলিখিত নিয়মে পরিণত হয়েছিল। ফলে চড়চড়িয়ে বাড়ছিল বিদ্য়ুতের ব্যবহার। ব্য়াপক চাহিদা পূরণ করা কষ্টসাধ্য হয়ে উঠেছিল। এই পরিস্থিতিতেই বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। আজ কেন্দ্রের তরফে ঘোষণা করা হল, এবার থেকে দিনে বিদ্যুৎ খরচের ক্ষেত্রে ২০ শতাংশ কম মাশুল লাগবে। রাতে ঠিক উল্টো নিয়মটা কার্যকর হবে। অর্থাৎ রাতে খরচ হওয়া বিদ্যুতের ক্ষেত্রে অতিরিক্ত মাশুল লাগবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top