মদনমোহন ঠাকুর বাড়ির প্রধান পুরোহিতের প্রয়াণে বাড়ি গিয়ে সমবেদনা জানালেন চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। কোচবিহারের মদনমোহন ঠাকুর বাড়ির প্রধান পুরোহিত হরগৌরী মিশ্রর মৃত্যুতে তার বাড়িতে গিয়ে পরিবারের সাথে দেখা করে সমবেদনা জানালেন পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। বৃহস্পতিবার হরগৌরী মিশ্র কোচবিহারের টাকা গাছ গ্রাম পঞ্চায়েত এলাকার সনশুনী বাজার সংলগ্ন নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ।
শুক্রবার কুচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ ওই বাড়িতে গিয়ে পরিবারের লোকেদের সাথে কথা বলে পাশে থাকার আশ্বাস দেন। দেবত্ব টাচ বোর্ডের অধীন কোচবিহার জেলার কুড়িটি সহ মোট ২২ টি মন্দির রয়েছে। এর মধ্যে মদনমোহন মন্দির অন্যতম। সেই মন্দিরে কোচবিহার বাসির প্রাণের ঠাকুর মদনমোহনের মূল পূজারী ছিলেন হরগৌরী।
আরও পড়ুন – বন্দে ভারত এক্সপ্রেস মালদহে ঢুকতেই পুষ্প বৃষ্টি শুরু
প্রায় আঠারো বছর আগে তিনি অবসর নিলেও পরে আবারো চুক্তি হিসেবে কাজে যোগদান। এই অবস্থায় বছর তিনেক আগে তিনি অসুস্থ হয়ে পড়েন। এ মাসের শুরুর দিকে তিনি আবারও অসুস্থ হয়ে পড়লে তাকে শহরের বৈরাগী দিঘির ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে তার অবস্থা একটি খারাপ হয়ে যাওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষের পরামর্শে বাড়ির লোকজন বুধবার তাকে বাড়িতে নিয়ে যান। বৃহস্পতিবার বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
দেবত্র ট্রাস্টবোর্ডের বড়বাবু এবং হরগৌরীর দীর্ঘদিনের সহকর্মী জয়ন্ত চক্রবর্তী জানান, খুব ভালো মানুষ ছিলেন তিনি। মন্দিরেও সব সময় হাসিখুশি থাকতেন। তার মৃত্যুকে অপূরণীয় ক্ষতি হলো।(ছবি)#