Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 129
প্রকৃত বন্ধু কাকে বলে ?

প্রকৃত বন্ধুত্বের পরিচয় পাবেন কীভাবে? বন্ধুত্বের হাত বাড়ানোর আগে পড়ে নিন চাণক্য নীতি,

প্রকৃত বন্ধুত্বের পরিচয় পাবেন কীভাবে? বন্ধুত্বের হাত বাড়ানোর আগে পড়ে নিন চাণক্য নীতি,

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

প্রকৃত বন্ধুত্বের পরিচয় পাবেন কীভাবে? বন্ধুত্বের হাত বাড়ানোর আগে পড়ে নিন চাণক্য নীতি, সকলের জীবনে ঘিরে রয়েছে ভালো-মন্দ বন্ধুরা। এমনকি ছোট্টবেলা থেকে বড়বেলা পর্যন্ত গভীর বন্ধুত্বের হদিশ রয়েছে আমাদের আশেপাশেই। নিজেরাই নিজেদের বন্ধুত্বের হাত বাড়িয়ে দিই। জীবনের একটা অংশ জুড়েই থাকে বন্ধুত্বের রঙিন দিনগুলি। তবে জীবনে ভালো বা সত্যিকারের বন্ধু পাওয়া বেশ লাকি। বন্ধুত্বের জোরে জীবনের রঙই বদলে যায়। একাকীত্বের বিপরীত দিক বলা যায়। ভালো বন্ধুত্ব মানেই যে কোনও বিপদ, দুঃখ-কষ্ট বা খুশির মুহুর্তগুলিতে পাশে থাকা, না বলা কথা বলার সঙ্গী হওয়া, পিএনপিসির সঙ্গী হতে, বিচ্ছেদের আপনজন হওয়া। তবে জীবনে ভুল বন্ধুত্বের দিকে হাত বাড়ানো মানেই হল জীবনটাই নষ্ট হয়ে যাওয়া। হাজার হাজার মিথ্যে ও স্বার্থপর বন্ধুর তুলনায় একজন সত্যিকারের বন্ধুই যথেষ্ট। চাণক্য নীতিতে বন্ধুত্ব ও বন্ধুর বিস্তারিত বর্ণনা করা হয়েছে। চাণক্য বলেছেন যে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়ার আগে বেশ কয়েকটি কথা মাথায় রাখা দরকার। সেগুলি কী কী তা জেনে নিন এখানে…

 

 

 

 

 

প্রকৃত বন্ধু আসলে টক-ঝাল-মিষ্টির সম্পর্ক

চাণক্যের মতে, যারা মিষ্টি করে কথা বলে তারা ধান্দাবাজ। নুনের মতো তিক্ত সত্যের মুখোমুখি করেন যিনি, ভুল বোঝাবুঝি ভুলে ফের হাতবাড়ায় যিনি তিনি আসলে বন্ধুত্ব বজায় রাখতে চান। আর যারা অন্য়ের সঙ্গে সঙ্গে নিজেরও ভালো চান না. তাদের থেকে সাবধান। তাই চাণক্য জানিয়েছেন,পোকামাকড় মিষ্টিতে প্রায়ই পাওয়া যায় কিন্তু ইতিহাস সাক্ষী যে আজ পর্যন্ত লবণে পোকামাকড় পাওয়া যায়নি।

 

 

 

 

বন্ধুত্ব করার আগে এই জিনিসটি মাথায় রাখুন

বন্ধুত্ব করার আগে, তাঁর আচরণ, চরিত্র এবং চিন্তাভাবনা বিবেচনা করে নেওয়া উচিত। অন্যদের সম্পর্কে তার কী চিন্তাভাবনা রয়েছে, কেন এমন আচরণ করছেন বা করছে না, নাকি নিজের সুবিধার জন্য অন্যের ক্ষতি করে আখেরে লাভ করতে চান, তাহলে খুব সাবধান। এই ধরনের মানুষ আপনার সামনে অন্য কিছু ও অন্যদের কাছে আপনার বিষয়ে অন্য কথা বলেন। চাণক্য নীতি মতে, যে কোনও ব্যক্তির জন্ম থেকে যে গুণগুলি নিয়ে আসে তা পরিবর্তন করা সম্ভব নয়, কারণ নিমরসে দুধ মেশালেও তা তেতোই থাকে। এমনকি গুড়েও পরিণত হয় না। তাই সঙ্গ দোষে বুদ্ধি নষ্ট হওয়ার আগেই সাবধান হোন এখানে।

 

 

 

 

আরও পড়ুন –   ডেঙ্গি-ম্যালেরিয়ার আতঙ্কের মধ্যে রায়গঞ্জে বাড়ছে স্ক্রাব টাইফাস রোগীর সংখ্যা

 

 

 

 

প্রকৃত বন্ধুত্বের পরিচয় পাবেন কীভাবে?

চারপাশে এমন অনেক মানুষ রয়েছেন, যাঁদের আমরা তথাকথিত ভাবে বন্ধু বলে থাকি। কিন্তু প্রকৃত বন্ধু যে কারা তাদের চেনা ভারি কঠিন। তবে আপদে বিপদে যে বন্ধুরা পাশে এসে দাঁড়ান, মনে রাখবেন তারাই আপনার প্রকৃত বন্ধু। কঠিন সময়ে পাশে থাকে যাঁরা, তাঁদের সঙ্গে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলে ভুল কখনও করবেন না। তবে বন্ধু বেছে নেওয়ার আগে সাবধান হওয়া উচিত। চাণক্য নীতি অনুযায়ী, যারা বন্ধুত্ব রয়েছে, এমন ভাব দেখায় তাদের থেকে দূরে থাকাই ভালো। স্বার্থপরতার জন্য বন্ধুত্বের হাত বাড়িয়ে দেন তাঁরা। চাণক্য জানিয়েছেন, কষ্টে চোখের জল বের হলে নিজে মোছাই ভালো, অন্যরা মুছতে আসলে চুক্তি করেন।

 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top