Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
সিবিআই তদন্তের আর্জি শুভেন্দুর,CBI তদন্তের বিরোধিতা মৃতের পরিবারের,

চণ্ডীপুর কাণ্ডে সিবিআই তদন্তের আর্জি শুভেন্দুর,CBI তদন্তের বিরোধিতা মৃতের পরিবারের

চণ্ডীপুর কাণ্ডে সিবিআই তদন্তের আর্জি শুভেন্দুর,CBI তদন্তের বিরোধিতা মৃতের পরিবারের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
পুজোর মুখে বড়ো স্বস্তি পেল শুভেন্দুর, তার বিরুদ্ধে করা যাবে না কোনো FIR

চণ্ডীপুর কাণ্ডে সিবিআই তদন্তের আর্জি শুভেন্দুর,CBI তদন্তের বিরোধিতা মৃতের পরিবারের, ‘অভিযোগের মধ্যেই রাজনীতি রয়েছে।’ কনভয়-বিতর্কে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আইনজীবী। চণ্ডীপুর কাণ্ডে সিবিআই (CBI) তদন্তের দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টের  (Calcutta High Court) দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেই মামলার শুনানি ছিল বুধবার। আলাদা আলাদা আইনজীবী নিয়ে এদিনের শুনানিতে হাজির ছিলেন মৃতের বাবা এবং অনন্যা আত্মীয়রা। শুভেন্দুর আইনজীবী রাজদীপ মজুমদার সওয়াল করেন, রাজ্য কথা দেওয়ার পরেও কনভয়ে সঠিক নিরাপত্তা দেওয়া হয়নি। তিনি বলেন, “অভিযোগের মধ্যেই রাজনীতি রয়েছে। প্রথম গাড়িতে ছিলেন বিরোধী দলনেতা। দুর্ঘটনা ঘটে সাত নম্বর গাড়িতে।”

 

 

 

 

চণ্ডীপুরে কনভয়ের ধাক্কায় যুবকের মৃত্যু ঘিরে তুমুল বিতর্ক বাধে। অভিযোগ ছিল, শুভেন্দু অধিকারীর কনভয় যাওয়ার সময় পথ দুর্ঘটনায় মৃত্যু হয় চণ্ডীপুরের শেখ ইসরাফিল নামে এক যুবকের। বিষয়টি নিয়ে উত্তাল হয় রাজ্য রাজনীতি। ইতিমধ্যেই ওই কনভয়ের চালক আনন্দকুমার পাণ্ডে চণ্ডীপুর থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। গাড়িটিকেও বাজেয়াপ্ত করে পুলিশ।

 

 

 

 

উল্লেখ্য, শুভেন্দু অধিকারীর জেড ক্যাটাগরির নিরাপত্তা পাওয়া নিয়ে বিচারপতি শিবকান্ত প্রসাদ নির্দেশ দিয়েছিলেন, ‘ম্যানুয়াল’ মেনে যাবতীয় নিরাপত্তা দিতে হবে। সেখানে কী কী ব্যবস্থা থাকবে তার বিস্তারিত বলা আছে। রুট লাইনিং, পাইলট কার, সিকিউরিটি ট্রেন্ড ড্রাইভার, অ্যান্টি সভোটেজ কার দেবে রাজ্য, সভার জায়গায় নিরাপত্তা দেখার মতো নজরদারির ব্যবস্থা রাজ্য করবে। পাহারা দেবে কেন্দ্রীয় বাহিনী।

 

 

 

আরও পড়ুন –  ‘দ্য কেরালা স্টোরি’ কেন নিষিদ্ধ? রাজ্যের সিদ্ধান্তের বিরোধিতা করে জোড়া জনস্বার্থ মামলা…

 

 

 

 

উল্লেখ্য এ দিন সিবিআইয়ের বদলে CID তদন্তের পক্ষেই সওয়াল করে মৃতের পরিবার।এফআইআর-এর ওপর স্থগিতাদেশ চেয়ে আর্জি জানান শুভেন্দুর আইনজীবী। তবে নিহত যুবকের পরিবারের আইনজীবীর তরফে সিবিআই তদন্তের বিরোধিতা করা হয়। বৃহস্পতিবার এই মামলার পরবর্তী শুনানি।

 

(সব খবর , ঠিক খবর ,প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube )

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top