
রেশন কার্ডের সুবিধাভোগীদের জন্য বড় খবর। রেশন কার্ডের বিষয়ে একটি বড় সিদ্ধান্ত ( Change ) নিয়েছে খাদ্য ও পাবলিক বিতরণ বিভাগ। প্রকৃতপক্ষে, বিভাগ সরকারী রেশনের দোকান থেকে রেশন নেওয়ার যোগ্য ব্যক্তিদের মানদণ্ডে পরিবর্তন ( Change ) আনছে। এর অধীনে, মান পরিবর্তনের বিন্যাস এখন প্রায় প্রস্তুত। এ ব্যাপারে রাজ্য সরকারের সঙ্গে একাধিক দফায় বৈঠকও হয়েছে।
খাদ্য ও পাবলিক বিতরণ বিভাগের মতে, বর্তমানে সারা দেশে ৮০ কোটি মানুষ জাতীয় খাদ্য নিরাপত্তা আইন (এনএফএসএ) এর সুবিধা নিচ্ছে। তাদের মধ্যে অনেক মানুষ আছে যারা আর্থিকভাবে সচ্ছল। এই বিষয়টি মাথায় রেখে জনবন্টন মন্ত্রণালয় মানদণ্ডে পরিবর্তন ( Change ) আনতে চলেছে।
এ প্রসঙ্গে খাদ্য ও জনবন্টন বিভাগের সচিব সুধাংশু পান্ডে বলেন, গত ছয় মাস ধরে রাজ্যগুলির সঙ্গে মান পরিবর্তনের বিষয়ে একটি বৈঠক চলছে। রাজ্যগুলির দেওয়া পরামর্শগুলি অন্তর্ভুক্ত করে, চরিত্রগুলির জন্য নতুন মান প্রস্তুত করা হচ্ছে। চলতি মাসেই এই মানগুলি চূড়ান্ত করা হবে। নতুন মান বাস্তবায়নের পর শুধুমাত্র যোগ্য ব্যক্তিরা সুবিধা পাবেন, অযোগ্য ব্যক্তিরা সুবিধা পাবেন না। অভাবীদের কথা মাথায় রেখে এই পরিবর্তন করা হচ্ছে।
আর ও পড়ুন জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে টপলেস হয়ে পথে নেমে প্রতিবাদ ( Protest )
খাদ্য ও পাবলিক বিতরণ বিভাগের মতে, ২০২০ সালের ডিসেম্বর পর্যন্ত ৩২ রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ‘ওয়ান নেশন, ওয়ান রেশন কার্ড (ONORC) স্কিম’ প্রয়োগ করা হয়েছে। প্রায় ৬৯ কোটি উপকারভোগী অর্থাৎ NFSA এর অধীনে আসা জনসংখ্যার ৮৬ শতাংশ এই প্রকল্পের সুবিধা গ্রহণ করছে। প্রতি মাসে প্রায় দেড় কোটি মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাওয়ার সুবিধা গ্রহণ করছে।