নিজস্ব সংবাদাদতা, সল্টলেক, ১৫ অক্টোবর, ২০২০:সল্টলেকের কেবি ব্লকে অফিস খুলে বিভিন্ন সরকারি ও বেসরকারি সেক্টরে চাকরি দেওয়ার নাম করে প্রতারণা চালালছিল এক যুবতী যুবতী ।ঘটনায় গ্রেফতার করা হয়েছে ওই যুবক যুবতীকে।আজ তাদের বিধান নগর কোর্টে তোলা হয়েছে বলে জানা গিয়েছে।
সুত্রের খবর, সুপ্রতিম পাত্র ও পিউ সাউ নামক ওই দুই অভিযুক্তরা মেদিনীপুরের বাসিন্দা এবং দুজনে ওই অফিসের ডিরেক্টর পরিচয় দিত।পুলিশ সূত্রে খবর ,গত দুমাস ধরে সল্টলেকের কেবি ব্লকে অফিস খুলে বসে ছিল প্রতারকরা ।অভিযোগের ভিত্তিতে পুলিশ হানা দেয় ওই অফিসে।দুজনকে গ্রেফতার করা হয়।তাদের জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে যে তারা শুধু সল্টলেক নয় বিভিন্ন জায়গায় এরকম অফিস খুলে বিভিন্ন বেকার যুবকদের চাকরির টোপ দিয়ে নিয়ে আসা হতো তাদের অফিসে।সেখানে বলা হতো বিভিন্ন সরকারি ও বেসরকারি সেক্টরে চাকরি পাওয়া যাবে।তার জন্য টাকা লাগবে ।এর পর অগ্রিম কিছু টাকা নেওয়া হতো এবং তাদের একটি এপয়েন্টমেন্ট লেটার দেওয়া হতো।
আরও পড়ুন…মদ খাওয়ার প্রতিবাদে গৃহবধূর গায়ে আগুন ধরালো স্বামী
যেটা ওই দফতরে গিয়ে জানতে পারতো এটা ফেক লেটার।এই ভাবে তারা লক্ষ লক্ষ টাকার প্রতারণা চক্রের ফাঁদ তৈরি করেছিল।