‘রাজনীতি’র চাপে বিরক্ত হাই কোর্ট!এ বার ক্ষোভ প্রকাশ করলেন প্রধান বিচারপতির,কি বললেন?ভোট শেষ হলেও ভোট নিয়ে মামলা শেষ হতে চাইছে না।পঞ্চায়েত ভোট সংক্রান্ত একের পর এক মামলার পাহাড় জমেছে কলকাতা হাই কোর্টে। স্বয়ং প্রধান বিচারপতি এ ব্যাপারে বিরক্তি প্রকাশ করলেন।পঞ্চায়েত মামলা শুনতে গিয়ে সাধারণ মামলা শোনা যাচ্ছে না বলে প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম বললেন, ‘‘গত দেড় মাস ধরে গাদা গাদা পঞ্চায়েত মামলা দায়ের হচ্ছে। পঞ্চায়েত মামলা শুনতে গিয়ে অন্য কোনও মামলা শোনা যাচ্ছে না।আর মানুষ ভাবছে আমরা কাজ করছি না।’’
মঙ্গলবার হাই কোর্টের কাজ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই পঞ্চায়েত ভোটের পরবর্তী পরিস্থিতি নিয়ে প্রধান বিচারপতি এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করেন কয়েক জন আইনজীবী।তাঁরা দ্রুত শুনানির আর্জি জানালেই বিরক্তি প্রকাশ করে প্রধান বিচারপতি বলেন,‘‘পঞ্চায়েত মামলার ভিড়েই অন্য সব মামলা চাপা পরে যাচ্ছে।’’ঠিক যেমনটা সোমবার বলেছিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি সেনগুপ্তও।বিরোধী দলনেতা শুভেন্দুর ভাই সৌমেন্দু অধিকারীর মামলার শুনানিতে তিনি বলেছিলেন,‘‘সারা দিন কি শুধু রাজনৈতিক মামলাই শুনব? অন্য মামলা কি আর শোনা যাবে না!’’
পঞ্চায়েত সংক্রান্ত মামলার দ্রুত শুনানি প্রসঙ্গে মঙ্গলবার প্রধান বিচারপতি শিবজ্ঞানমও আইনজীবীদের উদ্দেশে বলেন, ‘‘আইনজীবীদের আবেদন মতো সময়ে শুনানি করা সম্ভব নয়।ওই মামলাগুলির জন্য নির্ধারিত দিনেই পঞ্চায়েত মামলার শুনানি হবে।
আরও পড়ুন – বিজেপির হয়ে ছত্তীসগঢ়ের ভোট প্রচারে অংশ নিতে যাবেন অর্জুন সিংহের পুত্র পবন…
গত ৮ জুলাই পঞ্চায়েত ভোট ঘোষণা হয়েছে রাজ্যে।তার পর থেকেই একের পর এক পঞ্চায়েত সংক্রান্ত মামলা দায়ের হয়েছে হাই কোর্টে।মামলাকারীদের মধ্যে ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী,কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী,আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকিও।এঁরা কখনও কেন্দ্রীয় বাহিনী,কখনও ভোটের বুথে নিরাপত্তা, কখনও বা ভোটের দফা বৃদ্ধি আবার কখনও প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়া নিয়ে মামলা করেছেন।পঞ্চায়েত ভোটের শিরে সংক্রান্ত পরিস্থিতির কথা মাথায় রেখে সেই সব মামলা দ্রুত শুনানিও করতে হয়েছে।স্বয়ং প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চেই হয়েছে বহু মামলার শুনানি।কিন্তু ভোট শেষ হলেও মামলা থামেনি।হাই কোর্টে এখন বিরোধীরা মামলা করছেন ভোটের হিংসার অভিযোগের বিচার চেয়ে।তা নিয়েই বিরক্তি প্রকাশ করেছেন প্রধান বিচারপতি।