নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ১৪ অক্টোবর, ২০২০ঃ আজ আহিরীটোলা সর্বজনিন দূর্গা পুজো উদ্বোধন করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এই উদ্বোধনে যাওয়ার আগে নবান্নে উত্তরবঙ্গ দিয়ে শুরু করেছেন পুজো উদ্বোধন। এরপর উত্তর দিনাজপুর জেলার সাতটি অন্যতম সেরা পুজোর উদ্বোধন করেন তিনি। পাশাপাশি, শিলিগুড়িতে একাধিক পুজোর ভার্চুয়াল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
বুধবার প্রথম উত্তরবঙ্গ দিয়ে শুরু হয় পুজো উদ্বোধন। কোচবিহার, কালিম্পং, জলপাইগুড়ি-সহ উত্তরের প্রত্যেকটি জেলা এবং দক্ষিণবঙ্গে নদিয়া, মুর্শিদাবাদের পুজো উদ্বোধন করেন তিনি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। । এই প্রথমবার নবান্নের সভাঘর থেকে ভারচুয়ালি পুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। নিউ নর্মাল পরিস্থিতিতে উমাকে স্বাগত জানানোর জন্য নবান্নের সভাঘরকে পুরোপুরি অন্যরকমভাবে সাজিয়ে তোলা হয়েছে বলেও জানান তিনি।
পাশাপাশি,বুধবার উত্তর দিনাজপুর জেলার সাতটি অন্যতম সেরা পুজোর ভার্চুয়াল উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের। ককলকাতা থেকে মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল পুজো উদ্বোধন প্রাঙ্গনে ক্লাব কর্মকর্তারা ছাড়াও উপস্থিত ছিলেন জেলা পুলিশ প্রশাসনের শীর্ষ আধিকারিকেরা। উত্তর দিনাজপুর জেলা সদর রায়গঞ্জ শহরের শ্রেষ্ঠ দুর্গোৎসব সুদর্শনপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটির মন্ডপ প্রাঙ্গনে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলাশাসক অরবিন্দ কুমার মীনা, রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার সুমিত কুমার, রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস, ভাইস চেয়ারম্যান অরিন্দম সরকার, পুজো কমিটির অন্যতম কর্মকর্তারা। বুধবার বিকেলে রায়গঞ্জ শহরের সুদর্শনপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো উদ্বোধনের পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় শহরের ” অমর-সুব্রত স্পোর্টিং ক্লাব,” ” রবীন্দ্র ইন্সটিটিউট এর পুজোর ভার্চুয়াল উদ্বোধন করেন। এরপর কালিয়াগঞ্জ শহরের শেঠ কলোনীর ” ঐক্য সম্মিলনী ” ক্লাবের পুজো এবং দক্ষিন আখানগরের ” ইয়ং অ্যাথলেটিক ” ক্লাবের পুজোও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। ইসলামপুর শহরের ” আদর্শ সংঘ ” ও ” কমলা মেমোরিয়াল ” ক্লাবের পুজোর ভার্চুয়াল উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এরপরই শিলিগুড়িতে একাধিক পুজোর ভার্চুয়াল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। শিলিগুড়িতে নিউ জলপাইগুড়ি সেন্ট্রাল কলোনী পুজো প্রাঙ্গনে উপস্থিত ছিলেন পর্যটন মন্ত্রী গৌতম দেব।
আরও পড়ুন…বিধবা ভাতা না পাওয়ার অভিযোগে বিক্ষোভ
ভার্চুয়াল উদ্বোধনের পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আহিরীটোলা সর্বজনিন দূর্গা পুজো প্যান্ডেলে গিয়ে সেই পুজোর উদ্বোধন করছেন।