দেশে এবার শিশুদের (Children) মধ্যে ছড়াতে পারে করোনা, শঙ্কা বিশেষজ্ঞদের

দেশে এবার শিশুদের (Children) মধ্যে ছড়াতে পারে করোনা, শঙ্কা বিশেষজ্ঞদের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
Children
দেশে এবার শিশুদের ( Children ) মধ্যে ছড়াতে পারে করোনা, শঙ্কা বিশেষজ্ঞদের
ছবি সংগ্রহে সাইন টিভি

আজ প্রায় দের বছর ধরে করোনার জেরে বিপজস্ত গোটা বিশ্ব। পিছিয়ে নেই আমাদের দেশও।তারই মধ্যে এবার অক্টোবরেই শিখর ( Children ) ছুঁতে পারে কোভিডের তৃতীয় ঢেউ। এ বার প্রাপ্তবয়স্কদের পাশাপাশি শিশুদের ( Children ) মধ্যেও সংক্রমণ ছড়ানোর আশঙ্কা রয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ মেনে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর তত্ত্বাবধানে গঠিত বিশেষজ্ঞদের একটি কমিটি প্রতিবেদন দিয়ে এসব তথ্য জানিয়েছে।

 

করোনার দ্বিতীয় ঢেউয়ের ‘ভুল’ থেকে শিক্ষা নিয়ে যাতে আরও সতর্ক হয়ে আসন্ন ঢেউয়ের মোকাবিলা করা হয়, তার পরামর্শ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জমা দেওয়া ওই প্রতিবেদন বলছে, তৃতীয় ঢেউয়ের সময়ে বিপুল সংখ্যক শিশু ( Children ) সংক্রমিত হলে তাদের চিকিৎসার জন্য যত সংখ্যক চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, চিকিৎসার সরঞ্জাম এবং পরিকাঠামো প্রয়োজন, তা নেই দেশে। এ বিষয়টির দিকে বিশেষভাবে নজর দেওয়া পরামর্শ দিয়েছে বিশেষজ্ঞদের ওই কমিটি।

আর ও পড়ুন    আজব ঘটনা (Strange fact), পাহাড় থেকে গড়িয়ে পড়ছে দুধ, আবার খনিক দূরে গিয়ে তা দুধে পরিণত হচ্ছে

প্রতিবেদনে বলা হল, দেশে ইতোমধ্যেই ঢুকে পড়েছে কোভিডের তৃতীয় ঢেউ। জুলাইয়ের শেষ সপ্তাহ থেকে দেশে ‘আর ভ্যালু’ ১-এর উপর উঠে গেছে। একজন সংক্রমিতের থেকে কতজন আক্রান্ত হচ্ছেন, তা বোঝানো হয় এ ‘আর ভ্যালু’ দিয়ে।  এ প্রতিবেদন সামনে আসতেই উদ্বেগ ছড়িয়েছে বিশেষজ্ঞদের একাংশের মধ্যে। কারণ, অক্টোবর থেকেই আমাদের রাজ্যে পুজোর মৌসুম শুরু হচ্ছে।

 

তার মধ্যেই কোভিডের তৃতীয় ঢেউ আছড়ে পড়া এবং তা শিখর ছোঁয়ায় পরিস্থিতি কোন দিকে গড়াবে, তা নিয়ে আশঙ্কা থেকেই যাচ্ছে।  গাণিতিক মডেলের উপর নির্ভর করে সম্প্রতি আইআইটি-র একটি  গবেষণাও জানিয়েছিল, অক্টোবরেই দেশে চরম আকার নিতে পারে কোভিডের তৃতীয় ঢেউ।

 

দেশে ইতোমধ্যেই ঢুকে পড়েছে কোভিডের তৃতীয় ঢেউ। জুলাইয়ের শেষ সপ্তাহ থেকে দেশে ‘আর ভ্যালু’ ১-এর উপর উঠে গেছে। একজন সংক্রমিতের থেকে কতজন আক্রান্ত হচ্ছেন, তা বোঝানো হয় এ ‘আর ভ্যালু’ দিয়ে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top