Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
টাইফুন (Typhoon Doksuri) আছড়ে পড়তে চলেছে চিনে

কোথায় ল্যান্ডফল করবে এই ঘূর্ণিঝড় ? কতটা শক্তিশালী টাইফুন ডকসুরি?

কোথায় ল্যান্ডফল করবে এই ঘূর্ণিঝড় ? কতটা শক্তিশালী টাইফুন ডকসুরি?

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

কোথায় ল্যান্ডফল করবে এই ঘূর্ণিঝড় ? কতটা শক্তিশালী টাইফুন ডকসুরি? টাইফুন আছড়ে পড়তে চলেছে চিনে। শুক্রবার সকালে চিনের দক্ষিণ-পূর্ব উপকূলে আছড়ে পড়বে টাইফুল ডকসুরি। চিনের উপকূল অঞ্চলে এবং তাইওয়ানে ইতিমধ্যেই এই টাইফুনের তাণ্ডব লীলা শুরু হয়ে গিয়েছে। ঝোড়ো হাওয়ার পাশাপাশি সেখানে চলছে প্রবল বৃষ্টি। চিনের আবহাওয়া দফতর ডকসুরিকে ইতিমধ্যেই শক্তিশালী টাইফুন হিসাবে চিহ্নিত করেছে। ঘণ্টায় এর সর্বোচ্চ গতিবেগ ১৮০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। বর্তমানে তাইওয়ান প্রণালীর কাছে অবস্থান করছে এটি। শুক্রবার ভোরে চিনের দক্ষিণ-পূর্ব উপকূলে ল্যান্ডফল করবে টাইফুল ডকসুরি।

 

 

 

 

 

 

চিনের পাশাপাশি তাইওয়ানেও স্কুল, অফিস বন্ধ করে দেওয়া হয়েছে। টাইফুন ডকসুরি তাইওয়ানের দক্ষিণাংশে বেশি প্রভাব ফেলবে। তাইওয়ানের ঘরোয়া ও আন্তর্জাতিক বিমান বন্ধ করে দেওয়া হয়েছে। রেলওয়ে পরিষেবাও বন্ধ করে দেওয়া হয়েছে। পরিস্থিতির নিয়ন্ত্রণে তাইওয়ানের উপকূল অঞ্চল থেকে ইতিমধ্যেই ৫ হাজার ৭০০ জনকে নিরাপদ এলাকায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

 

 

 

 

ডকসুরি টাইফুনের প্রভাব ইতিমধ্যেই পড়েছে ফিলিপিন্সে। বুধবার সেখানে ৫ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। তাইওয়ানেও এর জেরে ঝড়-বৃষ্টি চলছে। পরিস্থিতির মোকাবিলায় চিনের ফুজিয়ান-সহ উপকূলের প্রদেশগুলিতে ইতিমধ্যেই স্কুল, অফিস, কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে। প্রবল বৃষ্টি ও জলোচ্ছ্বাসের জেরে উপকূল এলাকায় বন্যা পরিস্থিতির আশঙ্কা তৈরি হচ্ছে। এর জন্য উদ্ধারকারী দলকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। ফুজিয়ান ছাড়াও সিচুয়ান, গিউঝাউ, ইউনান মতো প্রদেশ গুলিতেও সতর্কতা জারি হয়েছে।

 

 

 

আরও পড়ুন –  বাংলার পঞ্চায়েত নির্বাচন নিয়ে মুখ খুললেন বাংলাদেশের মন্ত্রী হাছান মাহমুদ ,কি মন্তব্য…

 

 

 

তবে চিনের আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, ২০১৬ সালের টাইফুন মেরান্তির থেকে টাইফুন ডকসুরি কম শক্তিশালী। ২০১৬ সালে মেরান্তির জেরে ১১ জনের মৃত্যু হয়েছিল এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল চিনের পূর্ব উপকূলে।

 

(সব খবর , ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube )

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top