গত দুসপ্তাহ ধরে খোঁজ নেই চিনের প্রতিরক্ষা মন্ত্রী (China defense minister) লি শাংফুকে। তাকে দেখা যাচ্ছে না জন সমক্ষেও। কোনও সরকারি অনুষ্ঠানে তিনি নেই। আর এবারে কুলুপ এঁটেছেন চিনের সরকারি মিডিয়া।
কিন্তু এতদিন পর এবার লেখালেখি শুরু করল আন্তর্জাতিক সংবাদমাধ্যম। একমাত্র কমিউনিস্ট চিনেই বোধহয় এমনটা সম্ভব! এর আগে গত জুলাই মাসে বেপাত্তা হয়ে গিয়েছিলেন তত্কালীন চিনা বিদেশ মন্ত্রী কিং গাঙ। মাস খানেক পর হঠাত্ জানা যায়, তাঁকে বিদেশ মন্ত্রীর পদ থেকেই সরিয়ে দেওয়া হয়েছে। নতুন বিদেশ মন্ত্রী নিয়োগ করে শি জিনপিং প্রশাসন।
বিদেশ মন্ত্রীর পর এবার প্রতিরক্ষা মন্ত্রী (China defense minister)। মার্কিন প্রশাসন মনে করছে, চিনের প্রতিরক্ষা মন্ত্রী লি শাংফুর বিরুদ্ধে তদন্ত চলছে। সেই কারণেই তাঁকে জনসমক্ষে দেখা যাচ্ছে না।
আরও পড়ুনঃ নয়া তথ্য মিলেছে মানিকের ছেলের বিরদ্ধে, সোমবার ফের শুনানি হাইকোর্টে
এক্স হ্যান্ডেলে টোকিওতে স্থিত মার্কিন রাষ্ট্রদূত রাম ইম্যানুয়েল লিখেছেন, ‘প্রেসিডেন্ট শি-র মন্ত্রিসভা যেন আগাথা ক্রিস্টির উপন্যাসের মতো। এই তিনি আছেন এই নেই।’ ইম্যানুয়েলের কথায়, ‘প্রথমে বিদেশ মন্ত্রী কিং গাঙ নিঁখোজ হয়ে গেলেন (not been seen for 2 weeks)। তার পরে রকেট ফোর্সের কমান্ডাররা নিঁখোজ হয়ে গেলেন। এখন প্রতিরক্ষা মন্ত্রী লি শাংফুকে দু’সপ্তাহর বেশি সময় ধরে দেখা যাচ্ছে না।’
শেক্সপিয়ারকে উদ্ধৃত করে তিনি আরও লিখেছেন, ‘সামথিং ইস রটেন ইন দ্য স্টেট অফ ডেনমার্ক’। তাঁর কথায়, প্রথমত, প্রতিরক্ষা মন্ত্রী লি শাংফুকে ৩ সপ্তাহ ধরে দেখা যাচ্ছে বা তাঁর খোঁজ পাওয়া যাচ্ছে না। দ্বিতীয়ত, ভিয়েতনাম সফরে তাঁকে দেখা গেল না। আর এখন সিঙ্গাপুরে নৌবাহিনীর প্রধানদের নিয়ে পূর্ব নির্ধারিত বৈঠকে তিনি অনুপস্থিত। তাঁকে কি গৃহবন্দি করে রাখা হয়েছে? মার্কিন রাষ্ট্রদূত এও লিখেছেন যে, সুসংবাদ যে উনি কান্ট্রি গার্ডেন রিয়েল এস্টেটের ধার চুকিয়ে দিয়েছেন।
বস্তুত দু’মাস আগে চিনা প্রেসিডেন্ট শি জিনপিং চিনা সামরিক বাহিনী তথা পিপলস লিবারেশন আর্মির দুই শীর্ষ কর্তাকে সরিয়ে দেন। তাঁরা পিএলএ-র রকেট ফোর্সে ছিলেন। চিনের চিরাচরিত ও নিউক্লিয়ার মিসাইল সিস্টেমের দায়িত্বে রয়েছে এই রকেট ফোর্স।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী লি শাংফুর ভিয়েতনাম সফরে যাওয়ার কথা ছিল। কিন্তু শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তা বাতিল করেছেন। এর আগে ২০১৮ সালে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন লি শিংফুর উপর নিষেধাজ্ঞা জারি করেছিল। রাশিয়া থেকে সমরাস্ত্র কেনার জন্য সেই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। এখন সেই প্রতিরক্ষা মন্ত্রীরই খোঁজ নেই।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী লি শাংফুর ভিয়েতনাম সফরে যাওয়ার কথা ছিল। কিন্তু শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তা বাতিল করেছেন। এর আগে ২০১৮ সালে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন লি শিংফুর উপর নিষেধাজ্ঞা জারি করেছিল। রাশিয়া থেকে সমরাস্ত্র কেনার জন্য সেই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। এখন সেই প্রতিরক্ষা মন্ত্রীরই খোঁজ নেই।