চিরঞ্জীবীর (Chironjibi) সিনেমায় কাজ করবেন সুপারস্টার সালমান খান (Salman)

 চিরঞ্জীবীর (Chironjibi) সিনেমায় কাজ করবেন সুপারস্টার সালমান খান (Salman)

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
Salman
 চিরঞ্জীবীর (Chironjibi) সিনেমায় কাজ করবেন সুপারস্টার সালমান খান (Salman)
ছবি সংগ্রহ ; সাইন টিভি

 

তেলেগু মেগাস্টার চিরঞ্জীবী (Chironjibi) তাঁর ১৫৩তম সিনেমার শুটিং শুরু করেছেন। জানা গিয়েছে, ছবিটি  মালয়ালাম মেগাস্টার মোহনলাল অভিনীত ‘লুসিফার’ সিনেমার তেলেগু রিমেক। সিনেমাটি পরিচালনা করছেন জয়ম মোহন রাজা। এই  পরিচালকের সঙ্গে চিরঞ্জীবীর (Chironjibi) এটাই প্রথম কাজ। জানা গিয়েছে,  চিরঞ্জীবীর সিনেমায় না কি কাজ করবেন বলিউড সুপারস্টার সালমান (Salman) খান।

সিনেমাটিতে অতিথি চরিত্রে অভিনয় করবেন সালমান খান। তবে তাঁর ভূমিকা হবে দীর্ঘ। এরই মধ্যে নাকি সালমান খান (Salman) তাঁর দিনক্ষণ চূড়ান্ত করেছেন। এ-ও গুঞ্জন, শিগগিরই সাড়ম্বরে সালমানের (Salman) নাম ঘোষণা করবেন চিরঞ্জীবী। যদি এ খবর সত্য হয়, তবে এটিই হবে সালমান-চিরঞ্জীবীর (Chironjibi) প্রথম কাজ। স্বাভাবিকভাবেই  রুপালি পর্দায় এ দুই মহাতারকাকে দেখার জন্য মুখিয়ে আছেন সিনেপ্রেমীরা।

 

আর ও পড়ুন  কংগ্রেসের সঙ্গে দীর্ঘ ৩০ বছরের সম্পর্ক ছেদ করলেন সুস্মিতা দেব ( Sushmita Dev )

 

গত শুক্রবার হায়দরাবাদে চিরঞ্জীবীর ১৫৩তম সিনেমার শুট শুরু হয়। পরিচালক জয়ম মোহন রাজা সামাজিক পাতায় শুটিং সেটের ছবিও প্রকাশ করেছেন।

জানা যাচ্ছে,  তারকা অভিনেত্রী নয়নতারা ও সত্যদেব ‘লুসিফার’ সিনেমার রিমেকে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করবেন। সিনেমাটি প্রযোজনা করছেন এন ভি প্রসাদ, সহ-প্রযোজক কোনিডেলা প্রোডাকশন কোম্পানি।

 

ছবিটি  মালয়ালাম মেগাস্টার মোহনলাল অভিনীত ‘লুসিফার’ সিনেমার তেলেগু রিমেক।  সিনেমাটি পরিচালনা করছেন জয়ম মোহন রাজা। এই  পরিচালকের সঙ্গে চিরঞ্জীবীর (Chironjibi) এটাই প্রথম কাজ। জানা গিয়েছে,  চিরঞ্জীবীর সিনেমায় কাজ করবেন বলিউড সুপারস্টার সালমান (Salman) খান। স্বাভাবিকভাবেই এই সিনেমা ঘিরে দর্শকদের মধ্যে আগ্রহের পারচ চড়ছে।

সিনেমাটিতে অতিথি চরিত্রে অভিনয় করবেন সালমান খান। তবে তাঁর ভূমিকা হবে দীর্ঘ।  অতিথি শিল্এপী হিসাবে সলমন খান অভিনয় করলেও আদতে তিনি দর্রশকদের কাছে আগ্ইরহের প্রধান চরিত্র হয়ে উঠবেন বলে মনে করা হচ্ছে। জানা গিয়েছে, ইতিমধ্যেই ছবিতে অভিনয়ের জন্য  নাকি সালমান খান (Salman) তাঁর দিনক্ষণ চূড়ান্ত করেছেন। এ-ও গুঞ্জন, শিগগিরই সাড়ম্বরে সালমানের (Salman) নাম ঘোষণা করবেন চিরঞ্জীবী। যদি এ খবর সঠিক হয়, তবে এটিই হবে সালমান-চিরঞ্জীবীর (Chironjibi) প্রথম কাজ। স্বাভাবিকভাবেই  রুপালি পর্দায় এ দুই মহাতারকাকে দেখার জন্য মুখিয়ে আছেন সিনেপ্রেমীরা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top