কাঠমাণ্ডু যাওয়ার পথে ছ’জনকে নিয়ে নিখোঁজ হেলিকপ্টার, শুরু তল্লাশি অভিযান

কাঠমাণ্ডু যাওয়ার পথে ছ’জনকে নিয়ে নিখোঁজ হেলিকপ্টার, শুরু তল্লাশি অভিযান

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

কাঠমাণ্ডু যাওয়ার পথে ছ’জনকে নিয়ে নিখোঁজ হেলিকপ্টার, শুরু তল্লাশি অভিযান, কাঠমাণ্ডু যাওয়ার পথে নিখোঁজ হয়ে গেল যাত্রীসমেত একটি হেলিকপ্টার। নেপালের অসামরিক বিমান পরিবহণ কর্তৃপক্ষ এই খবর নিশ্চিত করেছে। চপারটিতে ক্যাপ্টেন ছাড়াও পাঁচ জন পর্যটক ছিলেন। তাঁদের কাঠমাণ্ডুতে নামার কথা ছিল। মঙ্গলবার সকালে পাঁচ পর্যটককে নিয়ে কাঠমাণ্ডুর দিকে উড়ে যায় হেলিকপ্টারটি। কিছু ক্ষণের মধ্যেই কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়। নিখোঁজ হেলিকপ্টারের খোঁজে শুরু তল্লাশি।

 

 

 

 

 

 

নেপালের অসামরিক বিমান পরিবহণ কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে নিখোঁজ হেলিকপ্টারটিকে খুঁজতে ইতিমধ্যেই কাঠমাণ্ডু থেকে আরও হেলিকপ্টার রওনা দিয়েছে। তবে এখনও তার খোঁজ পাওয়া যায়নি।

 

 

 

সূত্রের খবর, স্থানীয় সময় সকাল ১০টা ১২ মিনিটে কন্ট্রোল টাওয়ারের সঙ্গে শেষ বার যোগাযোগ হয়েছিল চপারটির। তার পর থেকে আরও কোনও খোঁজ নেই। জানা গিয়েছে এক জন ক্যাপটেন হেলিকপ্টারটি চালাচ্ছিলেন। তাঁর সঙ্গে ছিলেন পাঁচ জন বিদেশি পর্যটক। তাঁরা কোন দেশের নাগরিক তা এখনও স্পষ্ট নয়।

 

 

আরও পড়ুন –  মুখ্যমন্ত্রীর মামার বাড়ির গ্রামেই বড় জয় পেল বিজেপি

 

 

 

 

আরও পড়ুন – সোমবার অস্ত্র ব্যাবসায়ী মনোজকে গ্রেফতার করেছিল NIA, মঙ্গলবার ভোটে জিতলেন নলহাটির তৃণমূল…

 

 

আবার নেপালে (Nepal) নিখোঁজ হয়ে গেল হেলিকপ্টার। তথ্য আধিকারিক জ্ঞানেন্দ্র ভুল বলেন, ‘‘চপারটি সোলুখুম্বু থেকে কাঠমাণ্ডুর উদ্দেশে উড়েছিল। কিন্তু কিছু ক্ষণের মধ্যেই সকাল ১০টা নাগাদ কন্ট্রোল টাওয়ারের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।’’

 

 

 

আরও পড়ুন – সুপ্রিম কোর্টে ধাক্কা আপের ,দিল্লি সরকারের আবেদনের প্রেক্ষিতে কেন্দ্রকে নোটিস শীর্ষ আদালতের

 

( সব খবর , ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube)

RECOMMENDED FOR YOU.....