‘ইমার্জেন্সি রোগীদের হাসপাতালের ভর্তির তাৎক্ষণিক ব্যবস্থা নিতে একটি মেকানিজম তৈরি করুন’ পরামর্শ মমতার, হাসপাতালে রোগীদের ভর্তি করার ক্ষেত্রে অনেক সময়েই পরিবার-পরিজনদের সমস্যার মুখে পড়তে হয়। এমন অভিযোগ বিগত দিনে বিভিন্ন সময়ে দেখা গিয়েছে। বৃহস্পতিবার নবান্ন সভাঘর থেকে সরাসরি মুখ্যমন্ত্রী কর্মসূচির কথা ঘোষণা করার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) রাজ্যের মুখ্যসচিব হরিকৃ্ষ্ণ দ্বিবেদীকে (Chief Secretary Hari Krishna Dwivedi) একটি বিশেষ পরামর্শ দিলেন। নবান্নে সভাঘরেই তখন উপস্থিত ছিলেন মুখ্যসচিব। তাঁর উদ্দেশে মুখ্যমন্ত্রী বললেন, ‘ইমার্জেন্সি রোগীদের হাসপাতালের ভর্তির ক্ষেত্রে কিংবা আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে একটি মেকানিজম তৈরি করুন।’
এবার সাধারণ মানুষদের জন্য স্বাস্থ্য পরিষেবা আরও সহজলভ্য করতে বিশেষ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে পরামর্শ দিলেন, ইমার্জেন্সি রোগীদের হাসপাতালে ভর্তির ক্ষেত্রে একটি মেকানিজম তৈরির জন্য। শুধু তাই নয়, এর পাশাপাশি রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উপরেও আরও বেশি নজর দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোথাও আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোনও পরিস্থিতি তৈরি হলে, যাতে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া যায়, সেটির জন্যও একটি মেকানিজম তৈরির পরামর্শ দিলেন তিনি।
প্রসঙ্গত, সাম্প্রতিক অতীতে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বার বার অভিযোগ উঠেছে। রাজ্যের একাধিক জায়গায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে বিগত কিছুদিনে। বোমা উদ্ধার হয়েছে। সেই পরিস্থিতির মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের এই বার্তা স্বাভাবিকভাবেই যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
আরও পড়ুন – ‘এ কেমন পোশাক’, বিতর্কের কেন্দ্রে নাম লিখিয়ে আরও একবার ভাইরাল উরফি,
উল্লেখ্য, রাজ্যের সরকারি স্বাস্থ্য পরিষেবা মানুষের কাছে আরও নিবিড়ভাবে পৌঁছে দেওয়ার জন্য শুরু থেকেই বিশেষ নজর দিয়ে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু সরকারি স্বাস্থ্য পরিকাঠামোই নয়, বেসরকারি স্বাস্থ্য পরিকাঠামোতেও যাতে সাধারণ মানুষের পরিষেবা পেতে কোনও সমস্যা না হয়, তা নিশ্চিত করতে ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্পও চালু করা হয়েছে রাজ্যে। কিন্তু তারপরও স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় পরিষেবা পেতে গিয়ে বিভিন্ন সময়ে বেসরকারি হাসপাতালগুলিতে সমস্যায় পড়তে হয়েছে রাজ্যবাসীকে। সেই নিয়ে অতীতে একাধিকবার কড়া পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছেন মুখ্যমন্ত্রী।