কপ্টার বিভ্রাটের সময় পা ও কোমরে চোট মুখ্যমন্ত্রীর, নিয়ে যাওয়া হল এসএসকেএম হাসপাতালে

কপ্টার বিভ্রাটের সময় পা ও কোমরে চোট মুখ্যমন্ত্রীর, নিয়ে যাওয়া হল এসএসকেএম হাসপাতালে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

কপ্টার বিভ্রাটের সময় পা ও কোমরে চোট মুখ্যমন্ত্রীর, নিয়ে যাওয়া হল এসএসকেএম হাসপাতালে , উত্তরবঙ্গে কপ্টার বিভ্রাটের সময় পা এবং কোমরে চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেল ৫টার কিছু ক্ষণ আগে কলকাতা বিমানবন্দরের নামার পর তাঁকে নিয়ে যাওয়া হয়েছে এসএসকেএম হাসপাতালে। বিমানবন্দরে অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা রাখা হয়েছিল। কিন্তু মুখ্যমন্ত্রী তাঁর গাড়ি করেই হাসপাতালের রওনা হন। হাসপাতালে তাঁর গাড়ি পৌঁছলে হুইলচেয়ার এনে দেন কর্মীরা। যদিও মুখ্যমন্ত্রী হুইলচেয়ারে উঠতে চাননি। গাড়ি থেকে নামার পরেই একটু ভারসাম্য হারিয়ে ফেলেন তিনি। তখন তাঁকে কোমরে হাত দিয়ে ধরে নেন এক মহিলা কর্মী। তাঁকে ধরে ভিতরে নিয়ে যান। মমতা একটু খুঁড়িয়ে হেঁটে হাসপাতালে ঢোকেন। বোঝা যায়, তাঁর হাঁটতে সমস্যা হচ্ছে।

 

 

 

 

 

মঙ্গলবার দুপুরে জলপাইগুড়ির মালবাজারে মুখ্যমন্ত্রীর পঞ্চায়েত ভোটের প্রচারসভা ছিল। সভা শেষ করে জলপাইগুড়ির ক্রান্তি থেকে বাগডোগরার উদ্দেশে হেলিকপ্টারে রওনা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন সাংবাদিক বিশ্ব মজুমদার এবং মুখ্যমন্ত্রীর দেহরক্ষী স্বরূপ গোস্বামী। মাঝপথে আকাশ কালো করে প্রবল বৃষ্টি শুরু হয়। পাইলট সঙ্গে সঙ্গে হেলিকপ্টারের মুখ ঘুরিয়ে যে দিকে আকাশ পরিষ্কার, সে দিকে উড়তে শুরু করেন। নীচে বৈকণ্ঠপুরের ঘন জঙ্গল থাকায় তিনি তখনই কপ্টার নামাতে পারেননি। কিছু ক্ষণের মধ্যেই সেবকের এয়ারবেসটি দেখতে পান পাইলট। সেখানেই জরুরি অবতরণ করেন। সেখান থেকে সড়ক পথে যান বাগডোগরায়।বিকেলে বাগডোগরা থেকে বিমানে কলকাতায় ফেরেন মমতা। মুখ্যমন্ত্রীর কপ্টার জরুরি অবতরণ করার পর ফোন করে মমতার খবর নেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

 

 

 

আরও পড়ুন –  মোদীর মুখে রোজ ভ্যালি, সারদা, গরু এবং কয়লা পাচার , বললেন ‘তৃণমূলের…

 

 

মমতার চোট কতটা তা পরীক্ষা করে দেখা হচ্ছে এসএসকেএমে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর জন্য তৈরি রাখা ছিল উডবার্ন ওয়ার্ডের সাড়ে ১২ নম্বর কেবিন। সেখানেই পরীক্ষা-নিরীক্ষার যাবতীয় ব্যবস্থা করা হয়। তৈরি ছিলেন চিকিৎসকেরাও। এসএসকেএমে ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম, স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top