সরগরম রাজ্যরাজনীতি ! এর মধ্যেই মোদীকে আমের ডালি উপহার মমতার,

সরগরম রাজ্যরাজনীতি ! এর মধ্যেই মোদীকে আমের ডালি উপহার মমতার,

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

সরগরম রাজ্যরাজনীতি ! এর মধ্যেই মোদীকে আমের ডালি উপহার মমতার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) আম উপহার পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee)। শুধু প্রধানমন্ত্রীকেই নয়, জানা যাচ্ছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকেও (Draupadi Murmu) আম উপহার পাঠিয়েছেন তিনি। এর পাশাপাশি উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কেও বাংলার আম উপহার হিসেবে পাঠানো হয়েছে। প্রশাসনিক সূত্র মারফত এমনই জানা যাচ্ছে। হিমসাগর, লক্ষ্মণভোগ, ল্যাংড়া ও ফজলি আমের ডালি সুন্দরভাবে বাক্সবন্দি করে পাঠানো হয়েছে দিল্লিতে। এই রেওয়াজ অবশ্য নতুন কিছু নয়। প্রতি বছরই বাংলার আম পাঠানো হয়ে থাকে দিল্লিতে প্রধানমন্ত্রীর দফতরে। গত ১২ বছর ধরে এই প্রথা চালিয়ে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 

 

 

 

 

 

সামনেই পঞ্চায়েত ভোট। ভোটের মুখে বিজেপির সঙ্গে তৃণমূলের ঠোকাঠুকি নিত্যদিন লেগেই রয়েছে। তার উপর আবার পরের বছরেই লোকসভা নির্বাচন রয়েছে। সেখানেও বিজেপি বিরোধী দলগুলিকে এক ছাতার তলায় নিয়ে আসতে বিশেষ উদ্যোগী হয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, সাম্প্রতিক অতীতে ভিক্টোরিয়া মেমোরিয়ালের অনুষ্ঠানে কিংবা হাওড়া স্টেশন থেকে বাংলায় প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের ফ্ল্যাগ অফের সময়েও এক যে পরিস্থিতি তৈরি হয়েছিল, তাতে দুই পক্ষের জন্যই অস্বস্তি তৈরি হয়েছিল। এমন অবস্থায় প্রধানমন্ত্রীর দফতরে বাংলার আম উপহার হিসেবে পাঠানো যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

 

 

 

 

আরও পড়ুন –  আপনি অভিযোগ জানাতে চান মমতাকে? ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

 

 

 

রাজনৈতিক মতপার্থক্য-লড়াই, আক্রমণ-প্রতি আক্রমণের পালা তো সারা বছরই চলতে থাকে, কিন্তু গ্রীষ্মের মরশুমে বাংলার থেকে আম উপহার হিসেবে পাঠানোর সৌজন্য বন্ধ হয়নি বিগত বছরগুলিতে। এবারও তার কোনও ব্যতিক্রম হল না। হাজার রাজনৈতিক সংঘাতের মধ্যেও প্রধানমন্ত্রীর দফতরে সৌজন্যের আম পাঠাতে ভুললেন না মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, বাংলা ও বাঙালিয়ানার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে আম। হিমসাগর, ফজলি, ল্যাংড়া… রকমারি সব নাম। গতবছরও জুন মাসে আমের মরশুমে এমন সুন্দর সুন্দর আমের ডালি উপহার হিসেবে দিল্লিতে পাঠিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবারও সেই সৌজন্যে কোনও খামতি থাকল না।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top