কেন্দ্রের চেয়ে রাজ্যে ছুটি বেশি দিই আমরা, ডিএ নিয়ে ফের সরব মমতা

কেন্দ্রের চেয়ে রাজ্যে ছুটি বেশি দিই আমরা, ডিএ নিয়ে ফের সরব মমতা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

কেন্দ্রের চেয়ে রাজ্যে ছুটি বেশি দিই আমরা, ডিএ নিয়ে ফের সরব মমতা,মহার্ঘ ভাতা নিয়ে তুমুল বিতর্ক চলছে রাজ্যে। বিধানসভায় ডিএ নিয়ে মুখ খুললেন মমতা (Mamata Banerjee )।  সরকারি কর্মচারীরা ধর্নায় বসেছেন। রাজনৈতিক উত্তাপও বাড়ছে। শুক্রবার ধর্মঘট ডেকেছে বিভিন্ন কর্মচারী সংগঠন। এরই মধ্যে বিধানসভায় সরব মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় সরকারের হারে ডিএ-র  (DA)দাবিতে চলছে অবস্থান বিক্ষোভ। সেই বিক্ষোভ মঞ্চে গিয়ে সোমবার সমর্থন জানিয়ে এসেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) । আর তার পরেই বিধানসভায় এ নিয়ে মুখ খুললেন মমতা (Mamata Banerjee )। টেনে আনলেন কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্যের ছুটির ফারাক। বললেন দুই সরকারের কর্মচারীদের বেতন কাঠামোর ফারাকও। একই সঙ্গে মুখ্যমন্ত্রী  (Mamata banerjee)বলেন, ‘‘৯৯ শতাংশ ও ৬ শতাংশ মিলিয়ে রাজ্যে ১০৫ শতাংশ ডিএ দেওয়া হচ্ছে।’’

 

 

 

আরও পড়ুন – গোষ্ঠীদ্বন্দ্ব ! বোমা-গুলির লড়াইয়ে উত্তপ্ত নদিয়ার চাকদহ! গুরুতর জখম এক

 

সোমবার বিধানসভায় প্রথমে ডিএ (DA) নিয়ে কথা বলেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima bhattacharya)। তিনি বলেন, ‘‘ডিএ (Da) নিয়ে অনেক কথা বলা হয়। তা নিয়ে কটাক্ষ করা হয়। মাননীয় মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) নির্দেশে ঘোষণা হয়েছিল ডিএ (DA)। প্রস্তাব হয়নি। পঞ্চম পে কমিশনে যা বকেয়া রেখে গিয়েছিল তাও দিয়েছি। কোনও রাজ্যে পেনশন দেওয়া হয় না। আমাদের রাজ্যে দেওয়া হবে। সেটা কি বন্ধ করে দেওয়া হবে? এটাই কি চাইছেন বিরোধীরা?’’ এর পরে চন্দ্রিমা (Chandrima bhattacharya) এমন দাবিও করেন যে, পেনশন না দিলে রাজ্যের ২০ হাজার কোটি টাকা বাচঁত।

 

 

 

 

অন্যদিকে বিরোধীরাও সরব , আজই সরকারি কর্মচারীদের ধর্ণা মঞ্চে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari ),সমর্থন জানিয়ে এসেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এছাড়াও আইএসএফ এর বিধায়ক নৌশাদ সিদ্দিকী (Nawsad Siddiqi), কথা বললেন সরকারি কর্মচারীদের সঙ্গে পশে থাকার আশ্বাস ও দেন l মহার্ঘ ভাতা নিয়ে তুমুল বিতর্ক চলছে রাজ্যে।

(সব খবর, ঠিক খবর, প্রত্যেক মুহূর্তে ফুও করুন  Facebook পেজ এবং Youtube)

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top