শারীরিক অসুস্থতা কাটিয়ে মঙ্গলবার থেকেই আবার নবান্নে যেতে শুরু করেছেন মুখ্যমন্ত্রী। এতদিন বাড়ি থেকেই প্রশাসনিক সব কাজকর্ম সামলেছেন। বুধবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী নিজেই জানালেন, তাঁর ভুল চিকিৎসা হয়েছিল। বললেন, “আমার ইনফেকশনটা সেপটিক টাইপের হয়ে গিয়েছিল ভুল চিকিৎসার জন্য। ফলে হাতে স্যালাইনের চ্যানেলের মতো করে চ্যানেল লাগানো হয়েছিল। সাতদিন চ্যানেল করা হয়েছিল। সেই অবস্থায় বিছানা থেকে উঠতে পারিনি।”
চিকিৎসকরা তাঁকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দিলেও, মুখ্যমন্ত্রী চেয়েছিলেন বাড়িতে থেকেই চিকিৎসা করাতে। সেই মতো বিশেষজ্ঞ ডাক্তারদের তত্ত্বাবধানে বাড়িতেই চিকিৎসা চলছিল তাঁর। পায়ের সমস্যার জন্য চিকিৎসকদের পরামর্শমতো অনেকদিন বাড়িতে থাকতে হয়েছে তাঁকে। বাড়িতে বসেই প্রশাসনিক ও দলীয় সব কাজকর্ম চালিয়ে যাচ্ছিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো। এবারের দুর্গাপুজোর উদ্বোধনও ভার্চুয়ালিই সেরেছিলেন মমতা। মন্ত্রিসভার বৈঠকও হয়েছিল মুখ্যমন্ত্রীর বাড়িতে।
আরও পড়ুনঃ রেশন দুর্নীতিতে গ্রেফতার জ্যোতিপ্রিয়, মন্ত্রীর পাশে মুখ্যমন্ত্রী?
উল্লেখ্য, রাজ্যে বিনিয়োগ টানতে যখন মুখ্যমন্ত্রী স্পেন সফরে গিয়েছিলেন, তখনই পায়ে চোট লেগেছিল। এর আগে উত্তরবঙ্গে হেলিকপ্টার বিভ্রাটে পায়ের যেখানে চোট লেগেছিল, সেই জায়গাতেই আবার পা হড়কে গিয়ে চোট লাগে স্পেন সফরে। সেই নিয়েই টানা বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাওয়ার পর কলকাতায় ফিরে সোজা তিনি গিয়েছিলেন এসএসকেএম হাসপাতালে। রাজ্যের সরকারি স্বাস্থ্য পরিষেবার এক অন্যতম প্রধান স্তম্ভ হল এসএসকেএম হাসপাতাল।
শারীরিক অসুস্থতা কাটিয়ে গতকালই মুখ্যমন্ত্রী নবান্নে গিয়েছিলেন। আর আজ নিজের শারীরিক অবস্থা নিয়ে বিস্ফোরক দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। জানালেন, তাঁর ভুল চিকিৎসা হয়েছিল এবং সেই কারণে পায়ের ইনফেকশন সেপটিকের মতো হয়ে গিয়েছিল। শারীরিক অসুস্থতা কাটিয়ে গতকালই মুখ্যমন্ত্রী নবান্নে গিয়েছিলেন। আর আজ নিজের শারীরিক অবস্থা নিয়ে বিস্ফোরক দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। জানালেন, তাঁর ভুল চিকিৎসা হয়েছিল এবং সেই কারণে পায়ের ইনফেকশন সেপটিকের মতো হয়ে গিয়েছিল।
উল্লেখ্য, রাজ্যে বিনিয়োগ টানতে যখন মুখ্যমন্ত্রী স্পেন সফরে গিয়েছিলেন, তখনই পায়ে চোট লেগেছিল। এর আগে উত্তরবঙ্গে হেলিকপ্টার বিভ্রাটে পায়ের যেখানে চোট লেগেছিল, সেই জায়গাতেই আবার পা হড়কে গিয়ে চোট লাগে স্পেন সফরে। সেই নিয়েই টানা বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাওয়ার পর কলকাতায় ফিরে সোজা তিনি গিয়েছিলেন এসএসকেএম হাসপাতালে। রাজ্যের সরকারি স্বাস্থ্য পরিষেবার এক অন্যতম প্রধান স্তম্ভ হল এসএসকেএম হাসপাতাল।