চাঁচলে বাসের ধাক্কায় মৃত্যু কলেজ ছাত্রীর,ক্ষোভ

চাঁচলে বাসের ধাক্কায় মৃত্যু কলেজ ছাত্রীর,ক্ষোভ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

চাঁচলে বাসের ধাক্কায় মৃত্যু কলেজ ছাত্রীর,ক্ষোভ। পরীক্ষা দিতে যাওয়ার পথে বেসরকারি বাসের ধাক্কায় মৃত্যু হল এক কলেজ ছাত্রীর। গুরুতরভাবে জখম হলেন আরও এক ছাত্রী। সোমবার দুপুরে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে মালদহের চাঁচল থানার গোবিন্দ পাড়া এলাকায় ৮১ নং জাতীয় সড়কের উপর। ঘটনায় যখম ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক। তাকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়েছে। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।

 

এক ঘন্টা জাতীয় সড়ক অবরুদ্ধ করে রাখেন স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশের আশ্বাসে স্বাভাবিক হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ছাত্রীর নাম শামীম মিনারা পারভিন (২১) ও আহত ছাত্রীর নাম মুস্কান আরজু ( ২১), এদের দুজনের বাড়ি মালদহের চাঁচলের ভেবা এলাকার কালিগঞ্জ গ্রামে। সোমবার থেকে শুরু হয়েছে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ মালদহের চাঁচল কলেজের পঞ্চম সেমিস্টারের পরীক্ষা। মৃত ছাত্রী শামীম মিনারা পারভিন ও আহত ছাত্রী মুস্কান আরজুর পরীক্ষার আসন হয়েছিল সামসি কলেজে। দাদার বাইকে করে বেরিয়েছিল পরীক্ষা কেন্দ্র পরীক্ষা দেওয়ার জন্য।

 

কিন্তু গোবিন্দপাড়া এলাকায় হঠাৎই দ্রুত গতিতে আসা একটি বেসরকারি বাস সেই চলন্ত বাইকটিকে সামনে থেকে সজোরে ধাক্কা মারে। বাসের চাকার তলায় গড়িয়ে চলে আসে পরীক্ষার্থী শামীম মিনারা পারভিন। ঘটনায় সেখানে মৃত্যু হয় শামীম মিনারার। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি করে আহত আরেক পরীক্ষার্থী মুসকান কে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় তাকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়েছে।

আরও পড়ুন –  দিদির সুরক্ষা কবজ নিয়ে সাংবাদিক বৈঠকে বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান।

কলেজ ছাত্রীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চাঁচল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অজিত বিশ্বাস, তিনি বলেন খুব মর্মান্তিক দুর্ঘটনা। আমরা এভাবে এক ছাত্রীকে হারাবো ভাবতে পারিনি। আহত ছাত্রীর দ্রুত সুস্থতা কামনা করি।এদিকে চাঁচল থানার পুলিশ ঘাতক বেসরকারি বাস সহ চালককে আটক করে থানায় নিয়ে এসেছে। দেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। চাঁচলে বাসের

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top