কলকাতার বেসরকারি হাসপাতালে এমআরআই করাতে এসে এক কলেজ ছাত্রীর মৃত্যু , হাসপাতালে (Hospital) এমআরআই (MRI)পরীক্ষা করাতে এসে মৃত্যু হল এক কলেজ ছাত্রীর। কলতাকার (Kolkata)মল্লিক বাজারের (Mallick Bazar) কাছে একটি বেসরকারি হাসপাতালে এই ঘটনা হয়েছে। হাসপাতালের বহির্বিভাগে (outdoor) দেখাতে এসেছিলেন ২০ বছরের তরুণী। চিকিৎসকের পরামর্শে তাঁর এমআরআই (MRI) করানো হয়। তাতেই বিপত্তি। হাসপাতালের বহির্বিভাগে দেখাতে এসেছিলেন ২০ বছরের তরুণী। চিকিৎসকের পরামর্শে তাঁর এমআরআই (MRI) করানো হয়। তাতেই বিপত্তি।
হাসপাতাল (Hospital) সূত্রে জানা গিয়েছে, তরুণীর বমি এবং খিঁচুনি হয়। এর পরেই তরুণীকে চেয়ারে বসিয়ে দেওয়া হয়। দু’জন চিকিৎসক তাঁর চিকিৎসা শুরু করেন। সিপিআর (CPR) (কার্ডিয়ো পালমোনারি রিসাসিয়েশন) শুরু করা হয়। হাসপাতালের ইমার্জেন্সি (Emergency) বিভাগে আনা হলেও শেষরক্ষা হয়নি। মৃত্যু হয়েছে তরুণীর।
আরও পড়ুন – ডায়পার পরে হাবড়া স্টেশনের রেললাইনে ভিডিয়ো করে বিপদে পড়লেন স্যান্ডি সাহা। কী…
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ছাত্রীর নাম শ্রীপর্ণা দত্ত (Sreeparna Dutta) । হাসপাতালের বহির্বিভাগে এক চিকিৎসকের কাছে দেখাতে এসেছিলেন তিনি। চিকিৎসক তাঁকে মস্তিষ্কের এমআরআই এবং এমআর অ্যাঞ্জিওগ্রাম করার পরামর্শ দেন। হাসপাতালের অ্যানেক্স ভবনে তাঁর পরীক্ষা করা হয়। এই পরীক্ষার পরেই অসুস্থ হয়ে পড়েন তরুণী।
আরও পড়ুন – আবার যাত্রী ভোগান্তির আশঙ্কা! মাসের শুরুতেই টানা ১০ দিন বাতিল একগুচ্ছ লোকাল…
আরও পড়ুন – নবান্নে কোন ওয়াশিং মেশিনে পরিষ্কার করলেন তেজস্বীকে?’ রেড রোড থেকেই প্রশ্ন শুভেন্দুর
(সব খবর , ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube )