প্রয়াত কবি জয়নাল আবেদিনকে স্মরণ অনুষ্ঠান

প্রয়াত কবি জয়নাল আবেদিনকে স্মরণ অনুষ্ঠান। সদ্য প্রয়াত কবি জয়নাল আবেদিনকে নিয়ে নদিয়ার বড়ো আন্দুলিয়া লোকসেবা শিবিরের অনুষ্ঠিত হল আলোচনাচক্র,কবিতা পাঠ ও পুরষ্কার প্রদান অনুষ্ঠান।” অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট কবি রামপ্রসাদ মুখোপাধ্যায়। উপস্থিত ছিলেন সফিকুল ইসলাম, ড. দেবনারায়ন মোদক, রামকৃষ্ণ দে, সিরাজুল ইসলাম, ডাঃ সারিকুল ইসলাম,সঞ্জয় কুমার ঘোষ,রতন কুমার নাথ সহ আরও অনেক গুণীজন।এছাড়াও উপস্থিত ছিলেন কবির পুত্র ও কন্যাসহ পরিজনেরা।

 

উদ্বোধনী সংগীত পরিবেশন করেন রামকৃষ্ণ দে। স্বাগত ভাষণ দেন কবি হজরত আলী।কবি জয়নাল আবেদিনকে নিয়ে স্মৃতিচারণা ও কবিতা পাঠ করেন আজিজুল হক মন্ডল, তপন কুমার বিশ্বাস, অম্বিকা দে, দিলীপ দত্ত, ফজলুর রহমান মন্ডল ,চম্পা খাতুন, নজরুল ইসলাম বিশ্বাস, ফতেমা বেগম, জনসন সন্দীপ সহ আরও অনেকে।এছাড়াও সংগীত পরিবেশন করেন দয়াল শেখ, সুরাবদ্দিন মন্ডল, রামকৃষ্ণ সরকার ” কবি জয়নাল আবেদিন স্মৃতি পুরস্কার ” তুলে দেওয়া হয় বিশিষ্ট কথাসাহিত্যিক আনসারউদ্দিনের হাতে।

 

কাব্যকণ্ঠ সাহিত্য পত্রিকার সম্পাদক দীনমহাম্মদ সেখ বলেন -কবি জয়নাল আবেদিন আমাদের কাছে অনুপ্রেরণা। তাঁকে স্মরণ রেখে ” কবি জয়নাল আবেদিন নামাঙ্কিত স্মৃতি পুরষ্কার প্রদান এই বছর দেওয়া শুরু হচ্ছে ।এছাড়াও কবিকে নিয়ে একটি বিশেষ সংখ্যার কাজও শুরু করেছে কাব্যকণ্ঠ। পরবর্তীতে আমরা তাঁর একটি স্মৃতিরক্ষা কমিটি ও আর্কাইভ করার চিন্তা ভাবনা করছি। ”

আরও পড়ুন – অস্ট্রেলিয়ান ওপেনের মুকুট জিতে রেকর্ড গড়েছেন জকোভিচ

উল্লেখ্য, সদ্য প্রয়াত কবি জয়নাল আবেদিনকে নিয়ে নদিয়ার বড়ো আন্দুলিয়া লোকসেবা শিবিরের অনুষ্ঠিত হল আলোচনাচক্র,কবিতা পাঠ ও পুরষ্কার প্রদান অনুষ্ঠান।” অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট কবি রামপ্রসাদ মুখোপাধ্যায়। উপস্থিত ছিলেন সফিকুল ইসলাম, ড. দেবনারায়ন মোদক, রামকৃষ্ণ দে, সিরাজুল ইসলাম, ডাঃ সারিকুল ইসলাম,সঞ্জয় কুমার ঘোষ,রতন কুমার নাথ সহ আরও অনেক গুণীজন।

 

এছাড়াও উপস্থিত ছিলেন কবির পুত্র ও কন্যাসহ পরিজনেরা। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন রামকৃষ্ণ দে। স্বাগত ভাষণ দেন কবি হজরত আলী।কবি জয়নাল আবেদিনকে নিয়ে স্মৃতিচারণা ও কবিতা পাঠ করেন আজিজুল হক মন্ডল, তপন কুমার বিশ্বাস, অম্বিকা দে, দিলীপ দত্ত, ফজলুর রহমান মন্ডল ,চম্পা খাতুন, নজরুল ইসলাম বিশ্বাস, ফতেমা বেগম, জনসন সন্দীপ সহ আরও অনেকে।

 

এছাড়াও সংগীত পরিবেশন করেন দয়াল শেখ, সুরাবদ্দিন মন্ডল, রামকৃষ্ণ সরকার ” কবি জয়নাল আবেদিন স্মৃতি পুরস্কার ” তুলে দেওয়া হয় বিশিষ্ট কথাসাহিত্যিক আনসারউদ্দিনের হাতে।কাব্যকণ্ঠ সাহিত্য পত্রিকার সম্পাদক দীনমহাম্মদ সেখ বলেন -কবি জয়নাল আবেদিন আমাদের কাছে অনুপ্রেরণা। তাঁকে স্মরণ রেখে ” কবি জয়নাল আবেদিন নামাঙ্কিত স্মৃতি পুরষ্কার প্রদান এই বছর দেওয়া শুরু হচ্ছে ।এছাড়াও কবিকে নিয়ে একটি বিশেষ সংখ্যার কাজও শুরু করেছে কাব্যকণ্ঠ। পরবর্তীতে আমরা তাঁর একটি স্মৃতিরক্ষা কমিটি ও আর্কাইভ করার চিন্তা ভাবনা করছি। “