নিজস্ব সংবাদদাতা, পশ্চিম বর্ধমান, ১৭ অক্টোবর, ২০২০:শনিবার দুর্গাপুরের পূজামণ্ডপ গুলি পরিদর্শন করলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার সুখেশ জৈন,সরকারি নিয়মবিধি মেনে চলার কথা জানিয়েছেন তিনি পূজা কমিটিদের।
শনিবার দুর্গাপুরের বড় পূজামণ্ডপ গুলি ঘুরে দেখলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার সুখেশ জৈন সহ প্রশাসনিক উচ্চপদস্থ আধিকারিকরা।এইদিন উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার সহ ডিসি অভিষেক গুপ্তা এবং প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা।প্রথমে ঘুরে দেখলেন দুর্গাপুরের মার্কুনি দক্ষিণ পল্লীর পূজা মণ্ডপ।করোনা পরিস্থিতিতে হচ্ছে দুর্গাপূজা।মার্কনি পূজা কমিটিকে সমস্ত সরকারি নিয়মাবলী মেনে চলার কথা জানানো হয়।পূজাতে অতিরিক্ত নজরদারি বাড়ানো হবে বলে জানান কমিশনার।সকল মানুষকে পূজাতে মাস্ক পড়ার কথা জানান।প্রশাসন থেকে জেলায় অতিরিক্ত মাস্ক বিতরণ করা হবে বলে জানান।পূজা কমিটিদের মাস্ক এবং হ্যান্ড সানেটাইসার রাখার কথা জানান সকল দর্শনার্থীদের সামাজিক দূরত্ব বজায় রেখে প্রবেশ করানোর কথা জানান।
আরও পড়ুন…রায়গঞ্জে টিফিনের পয়সা বাঁচিয়ে তৈরি করেছে দুফুটের মৃন্ময়ীর মূর্তি
এইদিন আরো বিশেষ কয়েকটি পূজা মণ্ডপ পরিদর্শন করবেন বলে জানান আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার সুখেশ জৈন।