নুসরত জাহানকে নিয়ে বিতর্কের মাঝে বিজেপি সাংসদ লকেটের ‘চিট ফান্ড যোগ’ নিয়ে ইডিতে অভিযোগ তৃণমূল কাউন্সিলরের

নুসরত জাহানকে নিয়ে বিতর্কের মাঝে বিজেপি সাংসদ লকেটের ‘চিট ফান্ড যোগ’ নিয়ে ইডিতে অভিযোগ তৃণমূল কাউন্সিলরের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নুসরত জাহানকে নিয়ে বিতর্কের মাঝে বিজেপি সাংসদ লকেটের ‘চিট ফান্ড যোগ’ নিয়ে ইডিতে অভিযোগ তৃণমূল কাউন্সিলরের, বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ইডি দফতরে অভিযোগ দায়ের করলেন বিধাননগরের তৃণমূল মেয়র পারিষদ তুলসী সিনহা রায়। যদিও অভিযোগপত্রে তিনি নিজেকে সমাজকর্মী ও আইনজীবী হিসাবেই উল্লেখ করেছে। লকেটের বিরুদ্ধে তৃণমূল নেত্রীর অভিযোগ, রোজ ভ্যালি সংস্থা থেকে আর্থিকভাবে লাভবান হয়েছেন লকেট। সেই সংক্রান্ত তথ্যও ইডির হাতে তুলে দিয়েছেন বলে দাবি করেছেন তুলসী সিনহা রায়।

 

 

 

 

 

যদিও এ নিয়ে লকেট চট্টোপাধ্যায় বলেন, “চিটফান্ডে সবথেকে বেশি সুবিধা নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর পরিবার। সেটা তাঁদেরই একজন মুখপাত্র জানিয়েছেন। চিটফান্ডে সুবিধা নিয়ে তাঁদের দলের মন্ত্রী, বিধায়ক জেলে গিয়েছেন। তৃণমূল দলটা চোর ডাকাতে ভরে গিয়েছে। তাঁদের দলের একজন সাংসদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে বলে, আর আমি ছবির জগতে ছিলাম বলে এখন এসব করছে।”

 

 

 

 

তুলসী সিনহা রায়ের বক্তব্য, “আমরা একটা নিরপেক্ষ তদন্তর জন্য ইডির দফতরে এসেছি। সাংসদ লকেট চট্টোপাধ্যায় রোজ ভ্যালির বেনেফিশিয়ারি তিনি। এই ব্যাপারে নিরপেক্ষ তদন্ত চাই। তাই আবেদন জমা দিয়ে গেলাম।” তবে এই ঘটনায় ইতিমধ্যেই রাজনীতির গন্ধ পাচ্ছে বিরোধী শিবির। নুসরতের কাঁটা বিঁধতেই শাসকদল ময়দানে নেমেছে বলে দাবি তাদের।

 

 

 

আরও পড়ুন –  ইডির বিরুদ্ধে হেনস্থার অভিযোগ জেলা জজের কাছে জানাতে পারবেন কুন্তল, নির্দেশ সুপ্রিম…

 

 

 

 

 

গত সোমবার নুসরত জাহানের বিরুদ্ধে প্রতারণা ও টাকা তছরুপের অভিযোগ আনেন বেশ কয়েকজন। তাঁদের নিয়ে ইডি দফতরে হাজির হন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। এরই পাঁচদিনের মাথায় এবার বিজেপি সাংসদের বিরুদ্ধে অভিযোগ উঠল। তুলসীর অভিযোগ, রোজ ভ্যালি চিটফান্ড থেকে আর্থিকভাবে উপকৃত হয়েছেন লকেট চট্টোপাধ্যায়। যেহেতু ইডি এই রোজ ভ্যালি-দুর্নীতির তদন্ত করছে, তাই ইডির কাছে নিরপেক্ষ তদন্তে আবেদন জানান তিনি। বলেন, প্রয়োজনে আরও তথ্য দিয়ে তদন্তকারীদের সহযোগিতা করতে রাজি তিনি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top