বালুরঘাটে শুভেন্দু অধিকারী-র সভার প্রচার ফ্লেক্স ছেঁড়া নিয়ে অভিযোগ। বালুরঘাটে শুভেন্দু অধিকারী-র সভার পূর্বে প্রচার ফ্লেক্স ছিড়ে দেওয়ার অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, অপরদিকে বিজেপি কর্মীরা নিজেরাই ফ্লেক্স ছিড়েছে বলে পাল্টা দাবী তৃণমূলের। উল্লেখ্য, আগামী ৩-রা জানুয়ারি দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে বিক্ষোভ সভা করতে আসছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ঐ বিক্ষোভ সভার প্রচারে জেলা জুড়ে ইতিমধ্যেই প্রচারে নেমেছে বিজেপি।
সভার প্রচারে বুথ স্তরে দলীয় বৈঠকের পাশাপাশি বিজেপির পক্ষ থেকে বালুরঘাটের বিভিন্ন জায়গায় লাগানো হয়েছে ফ্লেক্সও – ট্যাঙ্ক মোড় সংলগ্ন বালুরঘাটের প্রবেশ দ্বারে সভার প্রচারের ফ্লেক্স দিয়ে তৈরী হয়েছে অস্থায়ী তোরণও। রবিবার সকালে বিজেপি কর্মী সমর্থকরা দেখতে পান যে ঐ তোরণে লাগানো শুভেন্দু অধিকারী ছবি সম্বলিত প্রচার ফ্লেক্স ছেড়া অবস্থায় রয়েছে। যার পরেই বিজেপি নেতৃত্ব তৃণমূলের বিরুদ্ধে ফ্লেক্স ছেড়ার অভিযোগ তোলে।
আরও পড়ুন – কোচবিহার বইমেলায় উপচে পড়া ভিড়
দক্ষিণ দিনাজপুর জেলার বিজেপির জেলা সভাপতি স্বরুপ চৌধুরী-র বক্তব্য যেহেতু শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদার-এর জনপ্রিয়তা তুঙ্গে সেজন্য তৃণমূল মানুষকে আটকানোর চেষ্টা করেও পারছে না, যে কারণে তৃণমূল কংগ্রেস ফ্লেক্স ছিড়েছে। তিনি বলেন বালুরঘাট শান্তিপ্রিয় শহর, শিক্ষিত লোকেদের বসবাস, বরাবরই তৃণমূল এই শহরকে কলুষিত করার চেষ্টা করেছে। অপরদিকে বিজেপির তোলা অভিযোগ অস্বীকার করে বিজেপির বিরুদ্ধে পাল্টা তোপ দেগেছে তৃণমূল যুব নেতারা। বালুরঘাট শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি মহেশ পারাখ বলেন তৃণমূল মমতা ব্যানার্জ্জী-র দল, মমতা ব্যানার্জ্জী কোন দিন এমন শিক্ষা দেয় না।
তিনি বলেন গোটা রাজ্য জানে সুকান্ত মজুমদার-এর সঙ্গে শুভেন্দু অধিকারী-র সম্পর্ক ভাল নয়, গোষ্ঠীদ্বন্দ্বের কারনে বিজেপি কর্মীরাই শুভেন্দু অধিকারী-র ফ্লেক্স ছিড়েছে।তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি অম্বরিশ সরকার বলেন তৃণমূল কংগ্রেস এধরণের রাজনীতিতে বিশ্বাস করে না। তার পাল্টা অভিযোগ এটা বিজেপির চক্রান্ত, কয়েকদিন আগে কুশমন্ডিতে বিজেপির লোকেরাই বিজেপির ফ্লেক্স ছিড়ে তৃণমূলের নামে অভিযোগ করছে।