গড়বেতায় বিনামূল্যে ছাত্র-ছাত্রীদের কম্পিউটার (computer training) প্রশিক্ষণ

গড়বেতায় বিনামূল্যে ছাত্র-ছাত্রীদের কম্পিউটার (computer training) প্রশিক্ষণ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
Computer
গড়বেতায় বিনামূল্যে ছাত্র-ছাত্রীদের কম্পিউটার ( Computer ) প্রশিক্ষণ
ছবি সংগ্রহে সাইন টিভি

নতুন পথের দিশারীর উদ্যোগে দুই হাজার কুড়ি সালের জুলাই মাস থেকে সম্পূর্ণ বিনামূল্যে চার বছর বয়স থেকে ১৫ বছর বয়স পর্যন্ত ছাত্র-ছাত্রীদের  কম্পিউটার শিক্ষার ( computer training ) ব্যবস্থা করা হয়েছে।  কম্পিউটার প্রশিক্ষণের ( computer training ) সাথে সাথে তাদেরকে নিয়মিতভাবে জিকে ক্লাস দেওয়া হয় এবং বিভিন্ন ধরনের হাতের কাজ শেখানো হয়।  সর্বোপরি তাদেরকে সাপ্তাহিক বা মাসিক ভিত্তিতে গাছের চারা প্রদান করা হয় এবং সে গুলোকে লালন-পালন করে পরিচর্যার জন্য শেখানো হয়।  এই ( computer training) গত বছর থেকে ১১০ জন ছাত্র ছাত্রীদের  নিয়ে শুরু হয়েছে।

 

আর ও পড়ুন  কারাগারে অনেকটা নীরবে সময় কাটচ্ছে বাংলাদেশের (Bangladesh) নায়িকা পরীমনি (Porimoni)

 

সোশ্যাল ডিসটেন্স বিটুইন করে সপ্তাহের প্রতিদিন তাদেরকে দু ঘন্টা করে ক্লাস এবং মাসিক পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।  পরীক্ষার  নম্বরের ভিত্তিতে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারী কে বিভিন্ন ধরনের পুরস্কার দেওয়া হয় এবং বাকি ছাত্র-ছাত্রীদের সান্তনা পুরস্কার হিসেবে কিছু না কিছু দেওয়া হয়। এছাড়াও পিছিয়ে পড়া পরিবারের কুড়িটি বাচ্চাদের পড়াশোনার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছে আমার সেন্টার।  গড়বেতার রাধানগরে  সুলক্ষী  কম্পিউটার ট্রেনিং একাডেমির তরফ থেকে এই প্রোগ্রামটি চালিয়ে যাওয়া হবে যতদিন পারা যাবে।

.

আর ও পড়ুন      আগামী কয়েকদিন ভারী বৃষ্টিতে ( Rain ) ভিজবে রাজ্যের উত্তরবঙ্গ (Northbengal) ও দক্ষিণবঙ্গ (Southbengal)

 

আপাতত এই বছরের ডিসেম্বর পর্যন্ত তাদের কম্পিউটার প্রশিক্ষণের সাথে বাকি আনুষঙ্গিক শিক্ষণ গুলি নিশ্চিত করা হয়েছে।  বর্তমানে বিবাহিত হওয়ার পরও প্রোগ্রামটি চালিয়ে যেতে পারছে সম্পূর্ণভাবে আমার দুই পরিবারের সহযোগিতায়।  বিশেষ করে আমার বাবা হিসাবে সাহায্য করে এই প্রোগ্রামটি চালিয়ে যাওয়ার জন্য। সমাজের পিছিয়ে পড়া এবং সব ধরনের ছাত্র-ছাত্রীদের জন্য ছাত্র-ছাত্রীদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি সিম্পা নন্দন বেরা সর্বদা দায়বদ্ধ সমাজের প্রতি এবং আমি আমার দায় দায়িত্ব সমাজের জন্য যে দায় দায়িত্ব সুন্দরভাবে পালন করে যেতে চাই আজও।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top