Congress নেতা Rahul Gandhi অ্যাকাউন্ট ‘আনলক’ করল টুইটার

Congress নেতা Rahul Gandhi অ্যাকাউন্ট ‘আনলক’ করল টুইটার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
Rahul Gandhi

 

Congress নেতা  Rahul Gandhi  অ্যাকাউন্ট 'আনলক' করল টুইটার
ছবি সংগ্রহ ; সাইন টিভি

শুক্রবারই টুইটারকে পক্ষপাতদুষ্ট বলে তোপ দেগেছিলেন Congress  নেতা Rahul Gandhi । তার পরের দিনই তাঁর ব্যক্তিগত অ্যাকাউন্টটি ‘আনলক’ করল টুইটার। প্রায় এক সপ্তাহ পর রাহুলের অ্যাকাউন্টের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে দেওয়া হল।

 

প্রসঙ্গত, সম্প্রতি দিল্লিতে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে। Rahul Gandhi  ওই নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করেন। সেই ছবি ও ভিডিও টুইটারে পোস্ট করা হয়। রাহুলের অ্যাকাউন্ট থেকেও তা পোস্ট করা হয়। পাশাপাশি দলের একাধিক নেতা তা পোস্ট করেন।

 

আইন অনুযায়ী, নির্যাতনের শিকার কারও ছবি বা পরিবারের ছবি প্রকাশ্যে আনা যায় না। তাই এই নিয়ে জাতীয় শিশু সুরক্ষা কমিশন টুইটারের কাছে অভিযোগ জানায়। এরপরই এক সপ্তাহ আগে রাহুল গান্ধীর টুইটার অ্যাকাউন্ট ‘লক’ করে দেওয়া হয়।রাহুলের অ্যাকাউন্ট লক করার পর টুইটার কর্তৃপক্ষ সাময়িকভাবে বন্ধ করে দেয় সর্বভারতীয় কংগ্রেস এবং কংগ্রেসের একাধিক নেতার টুইটার হ্যান্ডেল।এই পরিস্থিতিতে ইনস্টাগ্রাম-সহ অন্য নেটমাধ্যমগুলিতে প্রচার শুরু করে কংগ্রেস নেতৃত্ব।

 

আর ও পড়ুন  সরকারি চাকরি পেতে Maobadi তকমা পাওয়ার হিড়িক জঙ্গলমহল জুড়ে

 

টুইটারের উপর কেন্দ্রের শাসকদল বিজেপির চাপের অভিযোগও তোলে Congress । যদিও নিজেদের বিবৃতিতে টুইটার জানায়, নিয়ম ভাঙার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।শুক্রবার এই নিয়ে টুইটারের বিরুদ্ধে তোপ দাগেন রাহুল। তিনি বলেন, ‘একটি সংস্থা আমাদের রাজনীতির সংজ্ঞা নির্ধারণ করে ব্যবসা করছে। এক জন রাজনীতিক হিসেবে এটা আমি পছন্দ করছি না। এটা দেশের গণতান্ত্রিক কাঠামোর উপর আঘাত।’

 

প্রায় এক সপ্তাহ পর রাহুলের অ্যাকাউন্টের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে দেওয়া হল Rahul Gandhi-র ট্যুইটার অ্যাাকাউন্টের উপর থেকে।

 

সম্প্রতি দিল্লিতে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে। রাহুল গান্ধী ওই নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করেন। সেই ছবি ও ভিডিও টুইটারে পোস্ট করা হয়। রাহুলের অ্যাকাউন্ট থেকেও তা পোস্ট করা হয়। পাশাপাশি দলের একাধিক নেতা তা পোস্ট করেন।

 

উল্লেখ্য, সামাজিক মাধ্যমটুইটারের উপর কেন্দ্রের শাসকদল বিজেপির চাপের অভিযোগও তোলে Congress। যদিও নিজেদের বিবৃতিতে টুইটার জানায়, নিয়ম ভাঙার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।শুক্রবার এই নিয়ে টুইটারের বিরুদ্ধে তোপ দাগেন রাহুল। তিনি বলেন, ‘একটি সংস্থা আমাদের রাজনীতির সংজ্ঞা নির্ধারণ করে ব্যবসা করছে। এক জন রাজনীতিক হিসেবে এটা আমি পছন্দ করছি না। এটা দেশের গণতান্ত্রিক কাঠামোর উপর আঘাত।’

 

 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top