Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 129
মমতাকে কাঠগড়ায় দাঁড় করালেন অধীর ,

ভোট মিটতেই এবার স্বজনহারাদের সঙ্গে দেখা করতে গেলেন, পাশাপাশি মমতাকে কাঠগড়ায় দাঁড় করালেন অধীর

ভোট মিটতেই এবার স্বজনহারাদের সঙ্গে দেখা করতে গেলেন, পাশাপাশি মমতাকে কাঠগড়ায় দাঁড় করালেন অধীর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

ভোট মিটতেই এবার স্বজনহারাদের সঙ্গে দেখা করতে গেলেন, পাশাপাশি মমতাকে কাঠগড়ায় দাঁড় করালেন অধীর , কোথাও দাউদাউ করে জ্বলেছে জনমত, কোথাও পুকুরে ভেসেছে ব্যালট বক্স। পঞ্চায়েত ভোটের দিন গোটা বাংলাতেই কার্যত বয়েছে রক্ত গঙ্গা। পঞ্চায়েত ভোট (Panchayat Election 2023) মিটতেই এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) বিরুদ্ধে খড়গহস্ত প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Choudhury)। সাফ বললেন, “এসব করে বাংলার মুখ্যমন্ত্রী একটা দুটো বুথ আপনি দখল করতে পারেন। কিন্তু, বাংলার মানুষের মন দখল করতে পারবেন না। শাস্তি আপনাকে আজ না হয় কাল পেতেই হবে।” অসমর্থিত সূত্রে খবর, ভোটের দিন বাংলায় মৃত্যু বয়েছে ১৯ জনের। তার মধ্যে শুধু মুর্শিদাবাদেই মৃত্যু হয়েছে ৫ জনের। খড়গ্রাম থেকে রেজিনগর, লালগোলা থেকে বেলডাঙা, নওদায়, দিকে দিকে ঝরেছে রক্ত।

 

 

 

 

ভোট মিটতেই এবার স্বজনহারাদের সঙ্গে দেখা করতে গেলেন অধীর। নওদায় বোমাবাজির ঘটনায় প্রাণ গিয়েছে হাজি লিয়াকৎ আলি শেখের (৬২)। অভিযোগের তির তৃণমূলের (Trinamool Congress) দিকে। এদিন সকালে তাঁর বাড়ির সদস্যদের সঙ্গে দেখা করতে গিয়ে ফের একবার তৃণমূল সরকারকে কাঠগড়ায় তুলতে দেখা গেল অধীরকে। চাঁচাছোলা ভাষায় তোপ দাগতে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে।

 

 

 

 

আরও পড়ুন –  কোচবিহারে ৩১টি বুথে পুনঃনির্বাচন চাইল তৃণমূল, বিজেপির দাবি

 

 

 

অধীরের দাবি, “যাঁকে হত্যা করা হয়েছে সে নির্দোষ। তা সবাই জানে। ও সজ্জন, ইমানদার, ধর্মপ্রাণ মুসলমান। ও কোনও ঝামেলায় থাকত না। দিনে পাঁচ বার নামাজ পড়ত। কারও সাতে পাঁচে থাকতো না।” এরপরই মমতার বিরুদ্ধে সুর চড়িয়ে তিনি বলেন, “বাংলার মুখ্যমন্ত্রী এত মানুষ খুন করে আপনি কী মহান হবেন? এই মানুষগুলোকে খুন না করলে কী আপনার মুখ্যমন্ত্রীত্বের পদ চলে যেত? একটা পঞ্চায়েত নির্বাচনে ২-৪টি সিট আপনি হারলেও আপনার তো মুখ্যমন্ত্রীর গদি টলে যেত না। কিন্তু, আপনি এ কী কাজ করছেন? আর কত মানুষ মারবেন? নির্বাচন হয়ে যাওয়ার পরেও এখনও হিংসা অব্যাহত এই বাংলায়।”

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top