“যে মোদী ভক্ত হবে তাকে হত্যা করা হবে” বিতর্কিত মন্তব্য করলেন প্রবীণ কংগ্রেস নেতা উদিত রাজ, মোদী সমর্থকদের খুনের হুঁশিয়ারি, বিতর্কে কংগ্রেস নেতা উদিত রাজ, খুনের হঁশিয়ারি দিয়ে ফের বিতর্কে প্রবীণ কংগ্রেস নেতা উদিত রাজ (Udit Raj)। এবার মোদী সমর্থকেদের প্রাণনাশের হুমকি দিলেন তিনি। কংগ্রেস নেতার এই হুমকি সোশাল মিডিয়ায় ভাইরাল। ঘটনার নিন্দা করে, কংগ্রেস নেতার বিরুদ্ধে কড়া পদক্ষেপের আবেদন জানিয়েছেন নেটিজেনদের একাংশ।
প্রবীণ কংগ্রেস নেতা উদিত রাজের বিতর্কিত মন্তব্য এই প্রথম নয়। এর আগেও তাঁর একাধিক মন্তব্য ঘিরে সোশাল মিডিয়ায় সমালোচনার ঝড় উঠেছিল। ২০২২ সালে আদিবাসীদের নিয়ে উদিত রাজের মন্তব্যে তৈরি হয় বিতর্ক। তাঁদের জীবনধারাকে উপহাস করেছিলেন প্রবীণ কংগ্রেস নেতা। কর্নাটক নির্বাচনের মধ্যে উদিত রাজের মোদী সমর্থকদের হত্যার হুমকি কংগ্রেসের উপর চাপ তৈরি করল বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। কারণ, বিষয়টি নির্বাচনে ইস্যু করতে পারে BJP। প্রসঙ্গত আগামী ১০ মে কর্নাটক বিধানসভার ভোটগ্রহণ। গণনা ১৪ মে ।
প্রবীণ কংগ্রেস নেতা উদিত রাজ একটি জনসভায় বক্তব্য রাখার সময় বিতর্কিত মন্তব্যটি করেন। সেখানে তাঁকে বলতে শোনা যায়, মোদীভক্তকে খুন করা হবে। প্রবীণ কংগ্রেস নেতার খুনের হুমকির তীব্র নিন্দা করেছেন নেটিজেনদের একাংশ। তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে আবেদন জানানো হয়েছে। সেই সঙ্গে উদিত রাজের বিরুদ্ধে গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপেরও অভিযোগ উঠেছে।
আরও পড়ুন – ‘বিহারের খোঁড়া সরকারকে আগে সামলান’! নীতীশের উদ্যোগকে খোঁচা দিলেন ভোটকুশলী পিকে
এক টুইটার ব্যবহারকারী কংগ্রেস নেতাদের ছদ্মবেশী শয়তান বলে কটাক্ষ করেছেন। কংগ্রেস ফের কেন্দ্রে ক্ষমতায় ফিরলে পরিস্থিতি ভয়াল হবে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। কংগ্রেস নেতা রাহুল গান্ধী প্রায় ভালবাসার রাজনীতির কথা বলেন। উদিত রাজের মন্তব্য ভালোবাসার রাজনীতির পরিচয় কি না, তা নিয়ে প্রশ্ন তোলেন আরেক টুইটার ব্যবহারকরী। রাহুলের ‘প্রেমের দোকান’ মন্তব্যেরও কটাক্ষ করা হয়েছে। ক্ষমতায় ফিরতে কংগ্রেস মৃত্যুর হুমকি দিচ্ছে বলেও অভিযোগ করেন কেউ কেউ।