‘রাহুল গান্ধীই আধুনিক ভারতের মহাত্মা গান্ধী’,ব্যাখ্যা দিলেন কংগ্রেস নেতা

‘রাহুল গান্ধীই আধুনিক ভারতের মহাত্মা গান্ধী’,ব্যাখ্যা দিলেন কংগ্রেস নেতা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

‘রাহুল গান্ধীই আধুনিক ভারতের মহাত্মা গান্ধী’,ব্যাখ্যা দিলেন কংগ্রেস নেতা , মোদী পদবি নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দোষী সাব্যস্ত হয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। তাঁর সাংসদ পদও খারিজ হয়েছে। তবে সাংসদ পদ খারিজ হলেও ‘রাহুল গান্ধীই আধুনিক ভারতের মহাত্মা গান্ধী’। বৃহস্পতিবার এমনই দাবি জানালেন কংগ্রেস বিধায়ক (Congress MLA) অমিতেশ শুক্লা। এপ্রসঙ্গে মহাত্মা গান্ধীর (Mahatma Gandhi) ‘ডান্ডি মার্চ’-এর সঙ্গে রাহুলের ‘ভারত জোড়ো যাত্রা’-র উদাহরণও টেনে আনেন ছত্তিশগঢ়ের এই কংগ্রেস নেতা। সর্বভারতীয় এক সংবাদ সংস্থাকে সাক্ষাৎকার দিতে গিয়ে বলেন, “আধুনিক ভারতের মহাত্মা গান্ধী হলেন রাহুল গান্ধী। মহাত্মা গান্ধীর সঙ্গে তাঁর অনেক মিল রয়েছে। রাহুল গান্ধী ভারত জোড়ো যাত্রা করেছেন, যেমন সেই সময় মহাত্মা গান্ধী ডান্ডি মার্চ করেছিলেন।” এছাড়া মহাত্মা গান্ধীর সঙ্গে রাহুল গান্ধীর অনেক মিল রয়েছে বলেও ব্যাখ্যা দেন শুক্লা।

 

 

 

 

 

রাহুল গান্ধী সম্পর্কে কংগ্রেস বিধায়ক অমিতেশ শুক্লার মন্তব্যের অবশ্য কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপি সাংসদ সন্তোষ পাণ্ডে। কটাক্ষের সুরে তিনি বলেন, “ছত্তিশগঢ় কংগ্রেস মানসিক ও বৌদ্ধিকভাবে দেউলিয়া হয়ে গিয়েছে।”

 

 

 

 

মহাত্মা গান্ধী ও রাহুল গান্ধীর মিল তুলে ধরে ছত্তিশগঢ়ের কংগ্রেস নেতা আরও বলেন, “মহাত্মা গান্ধী দেশের প্রথম প্রধানমন্ত্রী হতে পারতেন, কিন্তু তিনি হননি। একইভাবে রাহুল গান্ধী ২০০৪ ও ২০০৮ সালে প্রধানমন্ত্রী হতে পারতেন, কিন্তু তিনি হননি। মহাত্মা গান্ধী যেমন ডান্ডি মার্চ-এ কিলোমিটারের পর কিলোমিটারের হেঁটেছিলেন, কংগ্রেসের প্রাক্তন সর্বভারতীয় সভাপতিও দেশের মানুষকে একসূত্রে বাঁধতে ভারত জোড়ো যাত্রা করেছেন।” আবার আদানি ইস্যু তুলে ধরে অমিতেশ শুক্লা বলেন, “সত্যকে হাতিয়ার করেই ব্রিটিশ রাজত্বের পতন ঘটিয়েছিলেন মহাত্মা গান্ধী। রাহুল গান্ধীও সত্য বলার ক্ষেত্রে নির্ভীক। তিনি পরিসংখ্যান সহ আদানি স্টক ইস্যুর সত্যতা তুলে ধরেছিলেন।”

 

 

 

আরও পড়ুন –   ED-র বিরুদ্ধে মলয় ঘটকের আর্জি শোনা হল না দিল্লি হাইকোর্টে

 

 

 

আধুনিক ভারতের মহাত্মা গান্ধী-র কী ব্যাখ্যা দিলেন শুক্লা? রাহুল গান্ধীকে ‘রাষ্ট্রীয় পুত্র’ আখ্যা দেন ছত্তিশগঢ়ের বিধায়ক অমিতেশ শুক্লা। এসমস্ত মন্তব্য তিনি হঠাৎ করে করছেন না দাবি জানিয়ে অমিতেশ শুক্লা বলেন, “আমি দায়িত্ব নিয়েই এই বিবৃতি দিচ্ছি। স্বাধীনতা সংগ্রামী পরিবার থেকে আমি উঠে এসেছি। আমার বাবা (অবিভক্ত মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্যামা চরণ শুক্লা) ও আমার কাকার (প্রবীণ কংগ্রেস নেতা বিদ্যা চরণ শুক্লা) কাছে মহাত্মা গান্ধী সম্পর্কে শুনেছি। মহাত্মা গান্ধীর ও রাহুল গান্ধীর মধ্যে মিল রয়েছে বলে আমি মনে করি।”

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top