Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
মোদী পদবি মামলায় গুজরাট হাইকোর্টে ধাক্কা খেয়েছেন রাহুল গান্ধী

মোদী পদবি মামলায় রাহুলের সাজার রায় নিয়ে এবার সুপ্রিম কোর্টে যাচ্ছে কংগ্রেস

মোদী পদবি মামলায় রাহুলের সাজার রায় নিয়ে এবার সুপ্রিম কোর্টে যাচ্ছে কংগ্রেস

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

মোদী পদবি মামলায় রাহুলের সাজার রায় নিয়ে এবার সুপ্রিম কোর্টে যাচ্ছে কংগ্রেস , মোদী পদবি মামলায় গুজরাট হাইকোর্টে ধাক্কা খেয়েছেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। তবে হাল ছাড়তে নারাজ কংগ্রেস। এবার হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে (Supreme Court) যাবে কংগ্রেস নেতৃত্ব। শুক্রবার গুজরাট হাইকোর্টে রাহুলের আবেদন খারিজের পর এমনই জানিয়েছেন প্রবীণ কংগ্রেস নেতা তথা আইনজীবী অভিষেক মনু সিংভি (Abhishek Manu Singhvi)। অন্যদিকে, কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গে (Mullikarjun Kharge) রীতিমতো হুঁশিয়ারির সুরে টুইটারে লিখেছেন, “আমরা রাজনৈতিক ও আইনত- দুই ভাবেই লড়াই চালাব।”

 

 

 

 

 

অভিষেক মনু সিংভির সুরেই মল্লিকার্জুন খাড়্গে টুইটারে স্পষ্টত জানিয়েছেন, রাহুল গান্ধী সর্বদা সত্যের জন্য লড়াই চালিয়েছেন এবং ভবিষ্যতেও তাই করবেন। তাই কংগ্রেস আইনত ও রাজনৈতিক- উভয় দিক থেকেই লড়াই চালাবে। আবার প্রকৃত ঘটনা ও আইন অনুযায়ী সুপ্রিম কোর্টে গুজরাট হাইকোর্টের রায় ভুল প্রমাণিত হবে বলা দাবি কংগ্রেস নেতা পবন কুমার বনসলের।

 

 

 

প্রসঙ্গত, মোদী পদবি মামলায় গত ২৩ মার্চ রাহুল গান্ধীকে ২ বছরের কারাদণ্ড দেয় গুজরাটের নিম্ন আদালত। যার জেরে তাঁর সাংসদ পদ খারিজ হয়েছে। যদিও রাহুলের কারাদণ্ড সাময়িকভাবে স্থগিত রেখেছে সুরাটের এক আদালত। এই পরিস্থিতিতে নিম্ন আদালতের দেওয়া ২ বছরের কারাদণ্ডের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে গুজরাট হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন রাহুল গান্ধী। কিন্তু, এদিন তাঁর আবেদন খারিজ করে দেয় গুজরাট হাইকোর্ট।

 

 

 

আরও পড়ুন –  ‘বিজেপি সরকারকে বহিষ্কৃত করতে সবরকম প্রস্তুতি নেব’, বার্তা লালুর ,

 

 

 

এদিন নয়া দিল্লিতে কংগ্রেসের সদর দফতরে সাংবাদিক বৈঠক করে প্রবীণ কংগ্রেস নেতা তথা আইনজীবী অভিষেক মনু সিংভি বলেন, “আজ গুজরাট হাইকোর্ট রাহুল গান্ধীর সাজা স্থগিতাদেশের আবেদন খারিজ করে দিয়েছে। এটা খুবই হতাশাজনক। তবে এটা অপ্রত্যাশিত নয়। আমরা সুপ্রিম কোর্টে যাব।” তিনি আরও বলেন, “মানহানি আইনের বিষয়ে অন্য কোনও রায়ের সঙ্গে এটির কোনও মিল নেই।” রাহুল গান্ধীকে যে সাজা দেওয়া হয়েছে, সেটা আদতে ষড়যন্ত্র এবং বিরোধী কণ্ঠস্বর দমনের চেষ্টা বলেও তোপ দাগেন সিংভি। তাই এই লড়াই আদতে বাকস্বাধীনতা রক্ষার লড়াই বলেও দাবি প্রবীণ কংগ্রেস নেতার। তাই সুপ্রিম কোর্টে যাওয়ার কথা জানিয়ে অভিষেক মনু সিংভি বলেন, শেষ পর্যন্ত শীর্ষ আদালত হল জনতার আদালত।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top