বিক্ষোভের তিনদিন পর দিনহাটায় গিয়ে সুকান্ত মজুমদার বললেন ‘পুলিশকে সংবিধান মনে করাতে এসেছি’

বিক্ষোভের তিনদিন পর দিনহাটায় গিয়ে সুকান্ত মজুমদার বললেন ‘পুলিশকে সংবিধান মনে করাতে এসেছি’

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

বিক্ষোভের তিনদিন পর দিনহাটায় গিয়ে সুকান্ত মজুমদার বললেন ‘পুলিশকে সংবিধান মনে করাতে এসেছি’,একইসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, এদিন যদি তাঁকে কোনওরকম বাধার মুখে পড়তে হয়, তা হলে সেই বাধা অতিক্রম করেই যাবেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কনভয় ঘিরে বিক্ষোভের তিনদিন পর দিনহাটায় গেলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করতে যান তিনি। সেখানে সুকান্ত বলেন, “বিজেপির কর্মীদের উপর হামলা হচ্ছে। মন্ত্রীর উপর হামলা হচ্ছে। অথচ এসবের পরেও বেছে বেছে বিজেপির কর্মীদের বিরুদ্ধে পুলিশ মামলা করছে। পুলিশকে সংবিধান মনে করাতেই আমার কোচবিহারে আসা। পুলিশকে সংবিধান মনে করাব আজ।” শনিবার দিনহাটায় এক কর্মসূচি ছিল কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের। সেখানেই তাঁর কনভয় ঘিরে ইটবৃষ্টি, বিক্ষোভের অভিযোগ ওঠে। এই ঘটনাকে সামনে রেখে শুরু হয় তরজা। তার তিনদিন পর মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শনে যান তিনি। যদিও সুকান্তের এই সফর ঘিরে কটাক্ষের সুর শোনা গিয়েছে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর গলায়। তাঁর বক্তব্য, আক্রান্ত হয়েছেন তৃণমূলেরই কর্মীরা। তাই তাঁদের সঙ্গেই দেখা করা দরকার।

 

 

 

আরও পড়ুন – মোদীর সফরের সময় টিপু সুলতানের নাম রাস্তা থেকে সরাতে হবে, দাবি কর্নাটকের…

 

এর আগে সোমবার পূর্ব মেদিনীপুরে এক অনুষ্ঠানে গিয়ে সুকান্ত মজুমদার বলেছিলেন, নির্বাচিত রাজ্য সরকারকে জোর করে ফেলে দিয়ে ক্ষমতা দখলে বিজেপি বিশ্বাসী নয়। তবে এ রাজ্যের সরকার কেন্দ্রকে ৩৫৬ ধারা প্রয়োগ করার জন্য প্ররোচনা দিচ্ছে। একইসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, এদিন যদি তাঁকে কোনওরকম বাধার মুখে পড়তে হয়, তা হলে সেই বাধা অতিক্রম করেই যাবেন তিনি। যদিও সুকান্তের এই দিনহাটা যাওয়া নিয়ে মন্ত্রী উদয়ন গুহ বলেন, “যারা আক্রান্ত তাদের বাড়ি গেলে তো তৃণমূল কর্মীদের বাড়িতে যাওয়া দরকার। আক্রান্ত তো তৃণমূল কর্মীরা। তাদের বাড়িতে যাবেন তো উনি? বিজেপির কেউ তো আক্রান্ত হয়নি। কেউ এলে তো না করব না। ঘুরে আসুক। স্থানীয় লোকরা ওনার সঙ্গ দেবেন কি না জানি না।”

 

(সব খবর, ঠিক খবর, প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং  Youtube)

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top