নিজস্ব সংবাদদাতা ২৭ অক্টোবর ২০২০ বীরভূম: সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসক ডাঃ অমল রায় মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি তাঁর নিজ বাসভবন মেদিনীপুরে থাকাকালীন প্রয়াত হন।
তাঁর প্রয়াণে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসকদের পাশাপাশি শোকের ছায়া শহরজুড়ে। তাঁর মৃত্যুর পর সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে আর এক চিকিৎসক ডাঃ দেবাশীষ দেবাংশি জানিয়েছেন, “ডাঃ অমল রায় দিন ১৫ আগে করোনা আক্রান্ত হয়েছিলেন এবং বোলপুর গ্লোকাল কোভিড হাসপাতলে ভর্তি হন। পরে তিনি কলকাতা মেডিকেল কলেজে চিকিৎসাধীন ছিলেন। কলকাতা মেডিকেল কলেজ থেকে তিনি নিজ দায়িত্বে বাড়িতে ফেরেন এবং বাড়িতেই তাঁর চিকিৎসা চলছিল। দিন কয়েক ধরেই তিনি বেশ সুস্থ ছিলেন। তবে গতকাল মধ্যরাতে হঠাৎ তাঁর প্রচন্ড কাশি শুরু হয় এবং তার পরেই তিনি ভোর সাড়ে পাঁচটা নাগাদ মারা যান।” ডাঃ দেবাশীষ দেবাংশী এটাও জানিয়েছেন যে, “ডাঃ অমল রায়ের আরও একটি রোগ ছিল, বাইপোলার ডিসঅর্ডার। এর জন্য তিনি নিয়মিত ওষুধ খেতেন আর এই রোগ কলকাতা মেডিকেল কলেজে ভর্তি থাকাকালীন একটু বেড়ে যাওয়ায় তিনি আর সেখানে থাকতে চান নি। বাড়িতে এসে তিনি নিজেই নিজের চিকিৎসা করছিলেন এবং খুব ভালো ছিলেন।
আরও পড়ুন…পুজোয় বেড়িয়ে মদ্যপ এর খপ্পরে তরুণ তরুণী
ডাঃ অমল রায় দীর্ঘ ১৫ বছর ধরে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের সাথে যুক্ত ছিলেন এবং সিউড়ির কয়েকটি জায়গায় প্র্যাকটিসও করতেন। একজন চিকিৎসক হিসেবে তাঁর বেশ সুনাম ছিল শহরজুড়ে। আর এই চিকিৎসকের এমন অকাল প্রয়াণে স্বাভাবিকভাবেই সকল স্তব্ধ হয়ে পড়েছেন চিকিৎসক মহল থেকে শহরের বাসিন্দারা।