করোনা পজেটিভ অপরাজিতা আঢ্য তবুও ব্যস্ত লক্ষ্মী পুজো নিয়ে

করোনা পজেটিভ অপরাজিতা আঢ্য তবুও ব্যস্ত লক্ষ্মী পুজো নিয়ে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,কলকাতা,৩০ অক্টোবর, ২০২০:করোনা আক্রান্ত হওয়ার পর আগে থেকে এখন অনেকটাই সুস্থ অভিনেত্রী অপরাজিতা আঢ্য। তবে বাড়ির অন্যান্য সদস্যরা এখনো সুস্থ ও স্বাভাবিক হয়নি। তাই এবছর লক্ষ্মীপূজোয় নিজের মতো করে ঘর, ঠাকুর সাজালেও বাইরের কারোর প্রবেশ নিষিদ্ধ অপরাজিতা আঢ্য বাড়িতে।

করোনার স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে নিজেই নিজেকে গৃহবন্দি রেখেছেন অভিনেত্রী। তবে অন্যান্য বছরের মতো এ বছরও পুজো হচ্ছে আর তিনি নিজে হাতে করেই সাজিয়েছেন সবটাই। রেঁধেছেন ঠাকুরের ভোগও।প্রতিবছর বাড়িতে বড় করে লক্ষ্মীপুজো করেন অপরাজিতা আঢ্য। লক্ষ্মী পুজো উপলক্ষে তার বাড়িতে উপস্থিত থাকেন টলিপাড়ার একাধিক অভিনেতা-অভিনেত্রীরা। তবে এ বার লক্ষ্মী পুজোর ঠিক আগেই তিনি ভাইরাসে আক্রান্ত হওয়ায় উত্‍‌সব থেকে তাঁকে দূরে থাকতে হচ্ছে।

আরও পড়ুন…পুলিশ লকআপে যুবকের মৃত্যু, অভিযোগ মৃতের পরিবার

এমনকি সংবাদমাধ্যমের প্রবেশ বন্ধ এবছর।এদিন তিনি নিজে জানান, এখন তিনি ঠিক আছেন। নতুন করে জ্বর আসেনি। তবে সাবধানতার এজন্যই এবছর লক্ষ্মী পুজো এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top