নিউজ ডেস্ক, ২, অক্টোবর, ২০২০, করোনা আক্রান্ত স্বস্ত্রীক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আপাতত দুজনেই আইশলেশনে আছেন বলে জানিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট তাঁর আক্রান্ত হওয়ার খবর নিজেই শেয়ার করেছেন ট্যুইটে। স্বামী-স্ত্রী একসঙ্গে করোনাকে জয় করার প্রতি আত্মবিশ্বাসী।
এমন কথাও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্পের বিশ্বস্ত সঙ্গী হোপ হিক্সে করোনা পজেটিভ হওয়ার পরই নিজের ও স্ত্রীর করোনা টেস্ট করান ট্রাম্প৷
https://twitter.com/realDonaldTrump/status/1311892190680014849
প্রেসিডেন্টের সঙ্গে এরায়ফোর্স ওয়ানে হিক্স সফরসঙ্গী ছিলেন৷ মঙ্গলবার জো বিডেনের সঙ্গে প্রথম ডিবেটে অংশ নিয়েছিলেন দু’জনেই একসঙ্গে।
এরপরই বুধবার মেরিন ওয়ান হেলিকপ্টারে তাঁর সঙ্গে হোয়াইট হাউজে ফেরেন মেলানিয়া৷ তাঁর পরই করোনা টেস্ট করালে রিপোর্ট পজেটিভ আসে।
আরও পড়ুন… গাঁজা খেতেন নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী, স্বীকার করলেন নিজেই
নির্বাচনের আগে করোনা আক্রান্ত হয়ে পড়ায় প্রেসিডেন্টের নির্বাচনী প্রচারে প্রভাব পরতে পারে বলেও মনে করা হচ্ছে।