শুরু হয়ে গেল করোনা টিকাকরনের ড্যামি ট্রায়াল রান

শুরু হয়ে গেল করোনা টিকাকরনের ড্যামি ট্রায়াল রান

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

 নিজস্ব সংবাদদাতা ২ জানুয়ারি ২০২১ উত্তর ২৪পরগণা: মধ্যমগ্রাম আব্দালপুর আরবান প্রাইমারি হেলথ সেন্টারে সকাল থেকে করোনা টিকাকরনের ট্রায়াল রান শুরু হয়েছে। উত্তর ২৪ পরগনা তিনটি সেন্টারে এই প্রক্রিয়া অর্থাৎ করোনা ভ্যাকসিন আসার আগে একটা ড্যামি ট্রায়াল রান।

সকাল থেকে মধ্যমগ্রাম আব্দালপুরে এই সেন্টারে সমস্ত স্বাস্থ্য কর্মীরা উপস্থিত হয়েছে পূর্ব নির্ধারিত মত। উপস্থিত ছিলেন মধ্যমগ্রাম পৌর স্বাস্থ্য আধিকারিক নিমাই ঘোষ,উত্তর ২৪ পরগনা ডেপুটি CMOH 2 ডঃ সুপর্ণা চট্টোপাধ্যায়।করোনা ভাইরাসের মোকাবিলায় মানব প্রজাতি যেদিকে তাকিয়ে ছিল পশ্চিমবঙ্গ ও ভারতে সেই কোভিড ভ্যাকসিনের ট্রায়াল রান শুরু হয়ে গেল শনিবার থেকেই। অন্যদিকে বেশ কিছু কেন্দ্রের মত নতুন বছরের জানুয়ারি মাসের দু তারিখ উত্তর চব্বিশ পরগণার মধ্যমগ্রাম স্বাস্থ্য কেন্দ্রেও শুরু হয়ে গেল ট্রায়াল রান ।পঁচিশ জন স্বাস্থ্যকর্মীর ওপরে প্রয়োগ করা হতে চলেছে কোভিড ভ্যাকসিন।তিনটি আলাদা কক্ষে তিনটি পর্যায়ে সমগ্র ভ্যাকসিন ট্রায়াল সংঘটিত হচ্ছে যার প্রথম পর্যায়ে থাকছে রোগীর স্বাস্থ্য পরীক্ষা, দ্বিতীয় পর্যায়ে ভ্যাকসিন প্রয়োগ,তৃতীয় পর্যায়ে থাকছে পার্শ্ব প্রতিক্রিয়া জনিত সম্ভাব্য পর্যবেক্ষণ। জেলা স্বাস্থ্য আধিকারিকদের আসা এই ট্রায়াল রান আগামীতে ভ্যাকসিন আসার পর একটা সাক্সেস পাওয়া যাবে করোনার বিরুদ্ধে লড়াইয়ে। ২০২১ এর শুরুতে এর থেকে ভাল খবর আর কিছু হতে পারে না বলে জানান সুপর্ণা চট্টোপাধ্যায়।

আরও পড়ুন…হাসপাতালে ভর্তি  সৌরভ গঙ্গোপাধ্যায়

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top