নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪পরগণা, ৮ নভেম্বর, ২০২০: ডায়মন্ডহারবার পুলিশ ডিস্ট্রিক্টের আবারও বড় সাফল্য। মহেশতলায় হদিশ পাওয়া গেল দুটি নকল সিমেন্ট এবং ওয়াল পুটি তৈরি করার কারখানার।ঘটনায় ৯ জনকে গ্রেফতার করেছে মহেশতলার পুলিশ।
সূত্রের খবর, অতি নিম্ন মানের সিমেন্ট দেওয়া হচ্ছে এমনটা অভিযোগ পুলিশের কাছে যাওয়ার পর, শনিবার মহেশতলা থানার পুলিশ পালান ইনডাসট্রিয়াল এলাকার দুইটি গোডাউনে হানা দিয়ে একটি প্রতিষ্ঠিত কম্পানির লোগো ব্যবহার করে সিমেন্ট এবং ওয়াল পুট্টি প্রস্তুতকারী সংস্থার হদিশ পায়।
গ্রাহক পরিষেবা কেন্দ্রে ফোন করে বেশ কিছুদিন ধরেই গ্রাহকরা ওই কোম্পানির ওয়াল পুটি এবং সিমেন্টের গুণগত মান নিয়ে প্রশ্ন তুলছিল। তাই ওই সংস্থা নিজেদের মতন করে অন্তর তদন্ত করে জানতে পারে তাদের নির্দিষ্ট কোন কারখানায় এই দ্রব্যাদি তৈরি হচ্ছিল না।সেই মতোই তারা বিভিন্ন রিটেল শপ গুলিতে গিয়ে জানতে পারে মহেশতলার একটি ইন্ডাস্ট্রিয়াল এলাকার বেশ কিছু গোডাউন ভাড়া করে তাদের লোগো ব্যবহার করে সিমেন্ট এবং ওয়াল পুটটি তৈরি করছে।
আরও পড়ুন…৯ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে আই লিগ
পুলিশ নজনকে আটক করলেও রাতে ছেড়ে দেওয়া হয় ওই বেআইনি কারখানার মালিক ও ম্যানেজার কে অ্যারেস্ট গ্রেফতার করে পুলিশ।