নিউজ ডেস্ক, ৭ অক্টোবর, ২০২০: এই বছরের শেশেই আসছে করোনা টিকা। এমনই আশ্বাস দিয়েছেন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ডিরেক্টর জেনারেল তেদ্রোস ঘেব্রেয়েসাস।
করোনা ভাইরাসে সারা বিশ্বের প্রচুর দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেকেই করোনা টিকা তৈরিতে কাজ করছে। তেদ্রোস ঘেব্রেয়েসাস আশাবাদী এই বছরের শেষেই সম্ভবত করোনা টিকা আসতে চলেছে। এবং টিকা যাতে সকলের কাছে সমানভাবে পৌঁছয় সেদিক নজর দিতেও বলেছেন তিনি।এছারাও বলেছেন, এব্যাপারে সব রাষ্ট্রনেতাকেই এক হয়ে রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হবে। নয়টি টিকার পরীক্ষা চলছে।
আরও পড়ুন…হঠাৎ করেই কি হেঁচকি উঠতে থাকে? আর থামতে চায় না? জেনে নেই কি করবেন…
বাজারে আসছে আরও নানা ওষুধপত্র। সেই জায়গা থেকে সকলে যেন সমান ভাবে ওষুধ ও টিকা পায় সেই দিকে নজর রাখতে হবে বলে জানিয়েছেন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ডিরেক্টর জেনারেল তেদ্রোস ঘেব্রেয়েসাস।