করোনা আক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান

করোনা আক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিউজ ডেস্ক, কলকাতা, ২ নভেম্বর, ২০২০: এবার করোনা আক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম ঘেব্রেইয়েসুস। তিনি নিজেই জানিয়েছেন তাঁর আক্রান্ত হওয়ার খবর। একটি টুইট করে তিনি বলেছেন, “আমি এমন একজন পরিচিত ব্যক্তির সংস্পর্শে এসেছি। 

যাঁর শরীরে করোনাভাইরাস রয়েছে। আমি ভাল আছি এবং উপসর্গ নেই, তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন মেনে ঘরে বসে কাজ করব এবং আগামী দিনগুলিতে নিজেকে সকলের থেকে দূরে রাখব।”কোভিড -১৯ এ আক্রান্ত হলেও শরিরে তাঁর কোন লক্ষণ নেই। কিন্তু তিনি নিজেকে হোম আইসলেশনে রেখেছেন। ঘরে বসেই সব কাজ সামলাবেন হু এর প্রধান।

কোভিড -১৯ গত বছরের শেষ দিকে চীনে উত্থানের পর থেকে বিশ্বজুড়ে প্রায় ১.২ মিলিয়ন লোকের প্রাণহানি হয়েছে এবং সম্প্রতি ১১ লক্ষ ৬৬ হাজার ২৪০ মানুষ আক্রান্ত হয়েছেন।বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বারংবার বলেছেন করোনা মোকাবিলার সমস্ত গাইডলাইন মেনে চলতে। আবারও রবিবারের টুইট বার্তায় তিনি বলেছেন, সকলকেই স্বাস্থ্যের গাইডলাইন মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এভাবেই করোনা সংক্রমণের শিকল ভেঙে ফেলা যাবে, ভাইরাসটি দমন করা যাবে এবং স্বাস্থ্য ব্যবস্থা রক্ষা করা হবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top