দেশে রবিবারের তুলনায় কিছুটা কমলো করোনা সংক্রমণ। কেন্দ্রিয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘণ্টায় প্রায় ৪০ হাজার ১৩৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তার মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৩৬ হাজার ৯৪৬ জন। অন্যদিকে শেষ ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪২২ জনের।
সংক্রমণ এবং মৃত্যুর সংখ্যা কমলেও বিপদ এখনও কাটেনি। বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন করোনার তৃতীয় ঢেউ হতে পারে ভয়াবহ। এখন থেকেই সাবধান না হলে সামনে অপেক্ষা করছে ভয়ংকর বিপদ। ইতিমধ্যেই তৃতীয় ঢেউকে আটকাতে ভ্যাকসিনের উপর জোর দিছেন চিকিৎসকরা। রিপোর্ট অনুযায়ী সোমবার সকাল পর্যন্ত দেশে ভ্যাকসিন নিয়েছেন প্রায় ৪৭ কোটি ২২ লাখ ২৩ হাজার ৬৩৯ জন।
এরই মধ্যে নতুন করে উদ্বেগের কথা শোনাল AIIMS –এর প্রধান রণদীপ গুলেরিয়া। তিনি জানিয়েছেন ধীরে ধীরে করোনা তার ‘আর ভ্যালু’ বারাছে। আগে করোনার ‘আর ভ্যালু’ ছিল ০.৯৬ যা এখন বেড়ে ১ হয়েছে। অর্থাৎ একজন ব্যক্তির থেকে অন্যজনের সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা অনেকাংশে বেড়ে গেছে। তাই সমস্ত করোনা সংক্রান্ত বিধিনিষেধ মেনে চলার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা।



















