নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪পরগণা, ৬ অক্টোবর, ২০২০:কুলতলি গ্রামে বাঘের হানায় মৃত্যু হয়েছে এক গরুর। দক্ষিণ ২৪পরগণার বৈকন্ঠপুর এলাকায় বাঘের আতঙ্কে চাঞ্চল্য ছরিয়েছে। সারা গ্রামে দাপিয়ে বেরায় রয়্যাল বেঙ্গল টাইগার।
প্রশাসন সূত্রে খবর মইপিট কোস্টাল থানার বৈকন্ঠপুর এলাকায় একটি বাঘ জঙ্গল থেকে লোকালয়ে চলে আসে। পরে বৈকন্ঠপুর এর বাসিন্দা ভীম নায়েকের গোয়াল ঘরে হানা দেয়। সেখান থেকে একটি গরু কে নিয়ে জঙ্গলের দিকে যাওয়ার চেষ্টা করে। ঘটনাস্থলেই মৃত্যু হয় একটি গরুর। পরে গ্রামবাসীরা যৌথভাবে বাঘটিকে জঙ্গলের দিকে তাড়াতে গেলে বৈকন্ঠপুর গ্রামের রাস্তার উপর চলে আসে বাঘটি। সেখানে দীর্ঘক্ষন থাকার পর খবর পেয়ে বনদপ্তরের কর্মীরা এসে বাঘটিকে জঙ্গলের দিকে পাঠানোর চেষ্টা করে। দীর্ঘক্ষন চেষ্টার পর বাঘটিকে জঙ্গলের দিকে পাঠাতে সক্ষম হয়। রাতেই ওই এলাকা বনদপ্তরের কর্মীরা জাল দিয়ে ঘিরে দেয়।
আজ সকাল থেকে যুদ্ধকালীন পরিস্থিতিতে বাঘটিকে জঙ্গলের ভিতরে পাঠাতে সক্ষম হয় বনদপ্তর এর কর্মীরা। ঘটনার পর আতঙ্কিত হয়ে পড়ে গ্রামবাসীরা। পরে প্রশাসনের আশ্বাসে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বৈকন্ঠপুর গ্রামের জনজীবন।