পঞ্চায়েত নির্বাচন ঘোষণার পর থেকেই জেলায় জেলায় প্রার্থী ঘোষণা বামেদের, শুরুতেই কি জোটের সমীকরণে ধাক্কা? কী বলছেন সুজন-অধীররা?

পঞ্চায়েত নির্বাচন ঘোষণার পর থেকেই জেলায় জেলায় প্রার্থী ঘোষণা বামেদের, শুরুতেই কি জোটের সমীকরণে ধাক্কা? কী বলছেন সুজন-অধীররা?

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

পঞ্চায়েত নির্বাচন ঘোষণার পর থেকেই জেলায় জেলায় প্রার্থী ঘোষণা বামেদের, শুরুতেই কি জোটের সমীকরণে ধাক্কা? কী বলছেন সুজন-অধীররা? পঞ্চায়েত নির্বাচন ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই অধীর চৌধুরীর গলায় শোনা গিয়েছিল জোটের সুর। বামেদের সঙ্গে হাত মিলিয়েই এগনোর কথা কার্যত স্পষ্ট করে দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। কিন্তু, অধীর গড় মুর্শিদাবাদে এক ধাপ এগিয়ে নিজেদের প্রার্থী ঘোষণা করল CPIM। কেবলমাত্র মুর্শিদাবাদই নয়, হুগলী, দুই ২৪ পরগনাতেও প্রার্থীদের তালিকা প্রকাশ্যে এনেছে বামফ্রন্ট। আর এখানেই শাসকদলের তোপ, নেতাদের মুখে জোটের বার্তা থাকলেও আদতে পঞ্চায়েতস্তরে বাম-কংগ্রেসের কোনও সমঝোতা নেই। তবে শাসকদলের এই আক্রমণের বিরোধীতা করেছেন অধীর চৌধুরীও।

 

 

 

 

 

 

 

কংগ্রেস ও ISF-এর তরফ থেকেও প্রাথমিকভাবে প্রার্থী তালিকা তৈরি করার কাজ চলছে বলে সূত্রের খবর। তবে জোটের জট যদি না কাটে সে ক্ষেত্রে নিজেরা লড়াইয়েরও পথ খোলা রাখছে বলে ইঙ্গিত জোটসঙ্গীদের সকলেরই। সময় অপচয় না করে প্রচারে গতি আনতেই তড়িঘড়ি বামেদের প্রার্থী তালিকা প্রকাশ বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

 

 

 

খোদ অধীর গড়েই আলাদাভাবে বামেদের প্রার্থীতালিকা ঘোষণা নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল-BJP। এ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অধীর চৌধুরী বলেন, “পঞ্চেয়েতে CPIM কংগ্রেস একসঙ্গেই লড়ছি। নিশ্চিতভাবে জোট করে লড়ছি। কংগ্রেস আর তৃণমূলের মধ্যে মারামারি লাগিয়ে তৃণমূলকে খুশি করা যাবে না। যা হবে স্থানীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া হবে। যেখানে হয়নি হয়নি। যেখানে হওয়ার, ঠিক হবে।”

 

 

উল্লেখ্য, পঞ্চায়েত ভোট ঘোষণা হতেই জেলায় জেলায় বামফ্রন্টের তৎপরতা লক্ষ্য করা গেল। উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের ৬৬ আসনের মধ্যে ৩১ আসনে প্রার্থী ঘোষণা করল CPIM। কংগ্রেস ও আইএসএফের জন্য জোটের দরজা খোলা রাখার বার্তা দিয়েই প্রার্থী ঘোষণা করা হয়েছে। দ্রুত জোটের জট কাটিয়ে বাকি আসনেও প্রার্থী চূড়ান্ত করা হবে বলে বাম শিবিরের তরফে ইঙ্গিত দেওয়া হয়েছে।

 

 

 

জোটের বিষয়টি নিয়ে CPIM-এর রাজ্য সম্পাদক মণ্ডলীর তরফে সুজন চক্রবর্তী বলেন, “তৃণমূল বিরোধী এবং BJP বিরোধী সমস্ত শক্তিকে নিয়েই আমরা ঐক্যবদ্ধভাবে লড়তে চাই। পশ্চিমবঙ্গকে বাঁচাতে চাই আমরা। তাই উত্তর ২৪ পরগণা জেলার প্রথম দফার প্রার্থী তালিকা আমরা ঘোষণা করে দিয়েছি। প্রথম দফার জন্যই বললাম, বাকিদের সঙ্গে আলোচনা করে পরবর্তী প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।”

 

 

 

আরও পড়ুন – সরকারি স্কুলের পরিচ্ছন্নতা এবং মিড ডে মিল নিয়ে বিশেষ নির্দেশ প্রধান শিক্ষকদের,

 

 

প্রসঙ্গত, বামফ্রটের সব শরীক দললে পাশে নিয়ে CPIM-এর মুর্শিদাবাদ জেলা সম্পাদক জামির মোল্লা ৭৮ আসনের মুর্শিদাবাদ জেলা পরিষদের প্রার্থী ঘোষণা করেন। জোটের সমীকরণে কি তবে ফাটল? জামির মোল্লা বলেন, “কংগ্রেসকে জোটের জন্য আহ্বান করা হচ্ছে। জেলা পরিষদে আলাদাভাবে লড়লেও পঞ্চায়েতের অপর দু’টি স্তরে কংগ্রেসের সঙ্গে জোট করেই লড়বে বামফ্রন্ট।”

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top